আমেরিকায় কারখানার না করলে আইফোনের পর samsung মোবাইলেও কড়াশুল্কের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের
বাংলার জনরব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ভারতের বিরুদ্ধে প্রচার করেই চলেছেন। গত সপ্তাহে অ্যাপেল সংস্থার মালিককে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে তার কোম্পানি যেভাবে ভারতে কারখানা করেছে আইফোন তৈরি করার জন্য তা তিনি পছন্দ করছেন না। মার্কিন প্রেসিডেন্ট অ্যাপেল সংস্থার মালিক কুককে বলেছিলেন, “আমি শুনছি আপনি ভারতে জিনিস তৈরি করছেন। আমি চাই না আপনি ভারতে জিনিস তৈরি করুন…। আমি টিমকে বলেছি, আমরা আপনাদের সঙ্গে ভালই ব্যবহার করছি। বছরের পর বছর ধরে আপনারা চিনে যে উৎপাদনকেন্দ্র তৈরি করেছেন, তা আমরা সহ্য করেছি। কিন্তু আপনারা ভারতে যে কারখানা তৈরি করছেন, তা আমাদের পছন্দ নয়। ভারত নিজেই নিজেদের খেয়াল রাখতে পারে এবং তারা বেশ ভাল ভাবেই চলছে।”
যদিও সংস্থার মালিক মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির কাছে মাথা নত না করে তিনি জানিয়ে দিয়েছেন ভারতের তার কারখানা যেমন চলছে তেমন চলবে। এর পরই ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে আইফোন আমেরিকায় গেলে ২৫ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে। এর ফলে আইফোনের দাম অনেকটাই বেড়ে যাবে বলে ব্যবসায়ী মহল মনে করছে। অন্যদিকে এখানেই শেষ নয়। এরপর আরও একটা জনপ্রিয় মোবাইল কোম্পানি samsung মোবাইল প্রস্তুতকারককেও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।আমেরিকার বাইরে তৈরি হওয়া মোবাইল আমেরিকার বাজারে বিক্রি করলে তাদের উপরেও চড়া শুল্কের কোপ পড়তে পারে। ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে এমনটাই আভাস দিয়ে রেখেছেন ট্রাম্প।

‘স্যামসাং’ দক্ষিণ কোরিয়ার একটি বহুজাতিক প্রযুক্তি সংস্থা। আমেরিকার বাজারেও ‘স্যামসাং’-এর মোবাইল বিক্রি হয়। তবে ‘অ্যাপ্ল’-এর মতো ‘স্যামসাং’-ও নিজেদের জিনিস মূলত তৈরি করে আমেরিকার বাইরেই। ‘অ্যাপ্ল’-এর আইফোন তৈরি হয় ভারতে। ভারতে তৈরি হওয়া আইফোনই আমেরিকায় যায়। এ ছাড়া চিনেও ‘অ্যাপ্ল’-এর বিভিন্ন জিনিস তৈরি হয়। ‘স্যামসাং’-এর অবশ্য ‘অ্যাপ্ল’-এর মতো চিনের উপর নির্ভরশীলতা নেই। সংবাদ সংস্থা ‘সিএনএন’ সূত্রে খবর, ‘স্যামসাং’-এর মোবাইলের বেশির ভাগই তৈরি হয় ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ব্রাজ়িলে।
ট্রাম্প চাইছেন, আমেরিকায় এই সংস্থাগুলি যে মোবাইল বিক্রি করবে, তা আমেরিকাতেই তৈরি হোক। আইফোন প্রস্তুতকারী সংস্থা ‘অ্যাপ্ল’কে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। সমাজমাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, অন্য দেশে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলে তাদের উপর অন্তত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। পরে ওভাল অফিস থেকে ট্রাম্প জানান, ‘স্যামসাং’-সহ যে সব মোবাইল প্রস্তুতকারী সংস্থা আমেরিকায় নিজেদের জিনিস বিক্রি করে, সকলের উপরই শুল্ক চাপবে। অন্যথায় বিষয়টি আমেরিকার জন্য ‘ন্যায্য’ হবে না বলে মনে করছেন তিনি। যদি স্যামসাং বা অন্য সংস্থাগুলির উপরেও ২৫ শতাংশ শুল্ক চাপবে কি না, তা স্পষ্ট করেননি তিনি। আমেরিকার প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলি আমেরিকায় নিজেদের জিনিস তৈরি করলে আর কোনও শুল্ক থাকবে না।
যদিও ‘অ্যাপ্ল’ প্রসঙ্গে ট্রাম্পের ওই মন্তব্যের পর সংবাদ সংস্থা পিটিআই সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছিল, ভারতে বিনিয়োগের বিষয়ে অ্যাপ্লের আগে যা পরিকল্পনা ছিল, তা-ই রয়েছে। অ্যাপ্লের জিনিস তৈরির জন্য অন্যতম বড় উৎপাদনকেন্দ্র হিসাবে ভারতকেই পছন্দ করে এই আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংস্থা।

