স্ত্রীর পরকীয়া ধরতে হোটেলের ফুটেজ চেয়েছিলেন সেনাকর্তা, না বলে দিল আদালত! নেপথ্যে রহস্য?
বাংলার জনরব ডেস্ক : স্ত্রী পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন এবং কোন এক হোটেলে রাত কাটিয়েছেন সেই হোটেলের সিসিটিভি ফুটেছে আদালতে আবেদন করেছিলেন সেনাবাহিনীর এক মেজর। কিন্তু সেনা কর্তার সেই আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোট।
এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, দুই সাবালক নাগরিকের গোপনীয়তার অধিকার রয়েছে। তাই হোটেল বুকিংয়ের তথ্য কিংবা সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ তৃতীয় কোনও পক্ষ দেখতে চাইতে পারে না। বিচারক বৈভবপ্রতাপ সিংহ এ-ও জানান যে, মামলায় অভিযুক্ত স্ত্রী এবং তাঁর প্রেমিকের নামোল্লেখ নেই। কিন্তু তাঁদেরও আদালতে বক্তব্য জানানোর অধিকার রয়েছে। দুই প্রাপ্তবয়স্কের অনুমতি ছাড়া হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া যেতে পারে না বলে জানিয়ে দেন বিচারক।
২০১৮ সালে সুপ্রিম কোর্টের একটি রায় উদ্ধৃত করে বিচারক জানান, আধুনিক ভারতে লিঙ্গ বৈষম্য এবং পুরুষতান্ত্রিক চিন্তাভাবনার কোনও স্থান নেই। প্রেমিককে বেছে নেওয়ার অধিকার মেয়েদের নেই— এমন ধারণাকে আগেই নস্যাৎ করে দিয়েছে আদালত। লিঙ্গসাম্যের বিষয়টি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-তেও প্রতিফলিত হয়েছে বলে জানান তিনি।