ভারত-পাকিস্তানের মীমাংসা তিনি করেছেন ফের দাবি করলেন ট্রাম্প, মোদির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট
বাংলার জনরব ডেস্ক : ভারত-পাকিস্তানের সাম্প্রতিক বিরোধের মীমাংসা করেছেন বুধবার ফের এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁরই মধ্যস্থতায় ‘বাণিজ্যের মাধ্যমে’ ভারত-পাক বিরোধের অবসান ঘটেছে।
বুধবার ওভাল অফিসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প বলেন, ‘‘আমরা পাকিস্তান এবং ভারতের মধ্যে চলা সাম্প্রতিক বিরোধের মীমাংসা করেছি। পুরো বিষয়টির সমাধান করেছি আমরাই। আমার বিশ্বাস, বাণিজ্যের মাধ্যমেই এটি সম্ভব হয়েছে।’’ সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।

কী ভাবে এই ‘মীমাংসা’য় পৌঁছোনো সম্ভব হল? সেই ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর যুক্তি, এর নেপথ্যে রয়েছে ‘বাণিজ্য চুক্তি’। ভারত ও পাকিস্তান— উভয়ের সঙ্গেই আমেরিকা ‘বড় চুক্তি’ করতে চলেছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘‘কাউকে না কাউকে তো গুলি চালানো থামাতেই হত। কিন্তু পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হচ্ছিল। দু’পক্ষেই গোলাগুলি বাড়ছিল। সেই আবহেই আমরা দুই দেশের সঙ্গে কথা বলেছিলাম। আমি এ কথা বলতে চাই না, কিন্তু তবু বলছি, আদতে শেষমেশ আমরাই বিষয়টির মীমাংসা করেছিলাম। তার দু’দিন পর কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে, এবং ওরা বলে যে এটা ট্রাম্পের দোষ।’’ এর পরেই ভারত ও পাকিস্তান— দুই দেশের রাষ্ট্রনেতাদের প্রশংসা শোনা যায় ট্রাম্পের মুখে। তিনি বলেন, ‘‘পাকিস্তানে বহু চমৎকার মানুষ রয়েছেন! কিছু অসাধারণ নেতাও রয়েছেন। আর ভারত তো আমাদের বন্ধু, মোদী! উনি একজন মহান ব্যক্তি।’’ ট্রাম্পের কথায় সায় দিতে দেখা যায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকেও। মোদী যে তাঁদের দু’জনেরই ‘বন্ধু’, সে কথা একবাক্যে স্বীকার করে নেন সিরিলও।