জেলা 

সভাপতির পদ হারিয়েছেন এবার অনুব্রত হারালেন মিটিং ডাকার ক্ষমতা! নেপথ্যে রহস্য?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শীর্ষ নেতৃত্বের নির্দেশে সদ্যই জেলা সভাপতির পদ হারিয়েছেন অনুব্রত মণ্ডল। এবার কেষ্ট মন্ডল এর ভাগ্যে আরো কিছু অপমান লেখা রয়েছে একদিন যে কেষ্ট মন্ডল সমগ্র বীরভূমের শেষ কথা ছিল। সেই কেষ্ট মন্ডল এখন আর বীরভূমের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির একজন সদস্য মাত্র। চেয়ারম্যান পদে আছেন আশীষ বন্দ্যোপাধ্যায়। রবিবার বসেছিল সেই কোর কমিটির বৈঠক। ৭ জনের এই কোর কমিটির বৈঠক চলাকালীন সময় অনুব্রত মণ্ডলের মোবাইলে হঠাৎ ফোন চলে আসে ডিজিটাল আনন্দবাজারের ভাষায় সেই ফোনটা ছিল স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৈঠক চলাকালীন সময়ে দলনেত্রীর ফোনে খানিকটা অবাক হয়ে যান বীরভূমের এক সময়কার বেতাজ বাদশা অনুগ্রহ মন্ডল ওরফে কেষ্ট মন্ডল।

ভালো-মন্দ কথা বলার পাশাপাশি হঠাৎ দলনেত্রী নির্দেশ দেন বীরভূমের জেলা সভাপতি আর তিনি নন অর্থাৎ কেষ্ট মন্ডল নয়। অতএব যা খুশি করার দিন শেষ হয়ে গেছে, এবার মিছিল মিটিং সভার সমাবেশ করতে হলে সবটাই করতে হবে কোর কমিটির অনুমোদন নিয়ে। কোর কমিটিকে বাদ দিয়ে একক ভাবে কোন সিদ্ধান্ত অনুব্রত মণ্ডল নিতে পারবে না।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, জেলা সভাপতি পদে থাকাকালীন বীরভূমের তিনটি মহকুমায় মিছিলের ডাক দিয়েছিলেন অনুব্রত। সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল বৈঠকে। ওই সময়েই মমতা ফোন করেছিলেন। বৈঠকে উপস্থিত এক নেতা নাম না প্রকাশের শর্তে জানান, দলনেত্রীও ওই কর্মসূচির ব্যাপারে জানতে চান। তাঁকে জানানো হয়, অনুব্রতের পূর্বনির্ধারিত কর্মসূচিতে অনুমোদন দিয়েছে কোর কমিটি। সব শোনার পর মমতাও কেষ্টকে ওই মিছিল করার অনুমতি দিয়েছেন। পাশাপাশিই তাঁর নির্দেশ, এর পর থেকে জেলায় কোনও মিটিং-মিছিল করার থাকলে, তা ডাকবেন আশিস।

ঘণ্টাখানেকের বৈঠক শেষে রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বলেন, ‘‘অনুব্রত মণ্ডল আগেই ঘোষণা করেছিলেন যে, আগামী ২৪ মে রামপুরহাট, ২৫ মে বোলপুর এবং ২৬ মে সিউড়িতে বড় মিছিল হবে। যা নিয়ে বিতর্ক হয়েছিল। প্রশ্ন উঠেছিল, কেন কোর কমিটির সিদ্ধান্ত ছাড়াই কর্মসূচি ঘোষণা করা হয়েছে? আজ কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডলের ঘোষিত কর্মসূচিতে মান্যতা দেওয়া হয়েছে।’’ আশিস আরও জানান, এ বার থেকে প্রতি মাসে দু’বার করে কোর কমিটির বৈঠক হবে। এর পরের বৈঠক হবে ১৪ জুন। সেটি হবে সিউ়ড়িতে। পরেরটি হবে বোলপুরে, ২৮ জুন তারিখে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ