দেশ 

হায়দ্রাবাদের চারমিনারের সামনে ভয়াবহ আগুন শিশু সহ মৃত ৮

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত শিশু-সহ মোট আটজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মৃত্যুর সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলের ১১টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। রবিবার সকালে পুরনো হায়দরাবাদ শহরে চারমিনারের কাছে ‘গুলজ়ার হাউস’ নামের বহুতল বাড়িটিতে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলকে। বেশ কয়েক জনকে নিরাপদে বাড়ির বাইরে বার করে আনা গেলেও এখনও ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েক জন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজে তদারকি করছেন স্থানীয় বিধায়ক।

Advertisement

কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঘিঞ্জি ওই এলাকায় বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হওয়ার ফলেই আগুন লাগে। উদ্ধারকাজের অগ্রগতি নিয়ে মন্ত্রীদের কাছে জানতে চান তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে ফোনও করেন তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ