উত্তরপ্রদেশে মুসলিম প্রতিষ্ঠান ধ্বংসের রাজ্য সরকারের পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছে এসডিপিআই
বিশেষ প্রতিনিধি : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া তীব্রভাবে নিন্দা জানাচ্ছে উত্তরপ্রদেশ সরকারের বৈষম্যমূলক অভিযানের, যেখানে শ্রাবস্তী (১১০টি মাদ্রাসা), সিদ্ধার্থনগর (৯টি মসজিদ), এবং মহারাজগঞ্জ (২৯টি মাদ্রাসা) সহ ভারত-নেপাল সীমান্তবর্তী জেলাগুলিতে ২২৫টিরও বেশি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ৬টি ঈদগাহ ভেঙে ফেলা হয়েছে। “অবৈধ দখলদারি দূর” এবং “সুরক্ষা জোরদার” করার অজুহাতে পরিচালিত এই অভিযানে শিকার হয়েছে মূলত মুসলিম ধর্মীয় ও শিক্ষাগত প্রতিষ্ঠানগুলিক, যা একটি স্পষ্ট সাম্প্রদায়িক পক্ষপাতের ইঙ্গিত বহন করে।
যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন “বুলডোজার ন্যায়বিচার” সংবিধানের ২৫ এবং ৩০ অনুচ্ছেদকে লঙ্ঘন করে, যা ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘু শিক্ষার অধিকারকে সুরক্ষা প্রদান করে। অনেক ক্ষেত্রেই যথাযথ নোটিশ ছাড়াই এই ধ্বংস অভিযান পরিচালিত হয়েছে, যার ফলে শিক্ষার্থী ও পরিবাররা গৃহহীন ও দিশাহীন হয়ে পড়েছেন। ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এই কর্মকাণ্ড উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে, যা রাজনৈতিক স্বার্থে বিভিন্ন সম্প্রদায়গুলির মধ্যে বিভাজন ঘটানোর অপচেষ্টা এবং ভারতের বহুত্ববাদী মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করেছে।
এসডিপিআই অবিলম্বে এই ধ্বংসযজ্ঞ বন্ধ করার, আইনগত প্রক্রিয়া লঙ্ঘনের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত পরিচালনার, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলির পূর্ণ পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান, এবং মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে আন্তরিক সংলাপের মাধ্যমে আস্থা পুনঃস্থাপনের জোর দাবি জানাচ্ছে। আমরা এই অবিচারের শিকারদের পাশে আছি এবং ভারতের সাংবিধানিক মূল্যবোধ রক্ষার্থে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানাই।