কলকাতা 

রাখে হরি তো মারে কে! আত্মহত্যার উদ্দেশ্যে লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দম্পতির, কোনওক্রমে উদ্ধার করলেন কর্মীরা!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়ে দুই দম্পতিকে বাঁচালো লঞ্চ কর্মীরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে সালকিয়া থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল লঞ্চটি সেই লঞ্চের যাত্রী ছিলেন এক দম্পতি। লঞ্চটি মাঝগঙ্গায় পৌঁছানার সঙ্গে সঙ্গে ওই দম্পতি ঝাপ দেয় পরে লঞ্চকর্মীদের তৎপরতায় উদ্ধার করা হয় ওই দম্পতিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একমাত্র কন্যার মৃত্যুর পর থেকে অবসাদে ভুগছিলেন স্বামী-স্ত্রী। তার জেরেই এই চরম পদক্ষেপ করার চেষ্টা করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ সালকিয়া বাধাঘাট থেকে ভূতল পরিবহণ বিভাগের লঞ্চে ওঠেন ওই দম্পতি। কলকাতার আহিরিটোলায় যাবেন বলে জানিয়েছিলেন তাঁরা। লঞ্চ মাঝগঙ্গায় পৌঁছোলে দু’জনে একসঙ্গে গঙ্গায় ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরাও গঙ্গায় ঝাঁপ দেন। তাঁরা ‘সেফটি টায়ার’-এর সাহায্যে ওই দম্পতিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মালিপাঁচঘরা থানার পুলিশ। ওই দম্পতির প্রাথমিক চিকিৎসা করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা লিলুয়া ভট্টনগরের বাসিন্দা। একমাত্র কন্যার মৃত্যুর পর থেকে ভেঙে পড়েছিলেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ