মুর্শিদাবাদে অশান্তির প্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন রাজ্যপাল! দেশ জুড়ে চাঞ্চল্য
বিশেষ প্রতিনিধি : গত মাসে মুর্শিদাবাদ জেলার সুতি ধুলিয়ান ও শামসেরগঞ্জে যে অশান্তি হয়েছিল সেই অশান্তির পরিপ্রেক্ষিতে রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে যে রিপোর্ট পাঠিয়েছেন সেখানে স্পষ্ট করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে অভিযোগ করার পাশাপাশি মমতা সরকারকে ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের পাঠানো রিপোর্টে বলা হয়েছে,’মুর্শিদাবাদের ঘটনা পূর্বপরিকল্পিত, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা, ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ’।
তিনি জানিয়েছেন, প্রশাসনিক ব্যর্থতা এ-ক্ষেত্রে তদন্ত করতে হবে। পাকাপাকিভাবে মুর্শিদাবাদ ও মালদায় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে ৩৫৬ লাগুর সুপারিশ করেছেন রাজ্যপাল।

মহামান্য রাজ্যপাল রিপোর্টে বলেছেন, ‘বাংলায় আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ বড় চ্যালেঞ্জ।এখনও মুর্শিদাবাদে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় ভয়ের বাতাবরণ। মানুষের আস্থা ফেরাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। সংবিধান অনুযায়ী বিষয়টি বিবেচনা করুক কেন্দ্র’।
সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় BSF পোস্টের সুপারিশ রাজ্যপালের।