আন্তর্জাতিক 

বালোচিস্তানে বিস্ফোরণ, মৃত তিন পুলিশ কর্মী

শেয়ার করুন

পাকিস্তানের বালোচিস্তানে বিস্ফোরণে মৃত্যু হল তিন পুলিশকর্মীর। আহত হয়েছেন আরও ১৬ জন। মঙ্গলবার সকালে বালোচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মাস্তাং শহরে বিস্ফোরণটি ঘটেছে। বালোচিস্তান প্রদেশ পুলিশের একটি গাড়ির সামনে বিস্ফোরণটি ঘটে। বালোচিস্তান প্রদেশ সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, ‘ইমপ্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি) হামলা চালানো হয়েছে পুলিশের গাড়িতে। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

ঘটনাস্থলের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, পুলিশের গাড়িটিতে প্রচুর ছিদ্র হয়ে রয়েছে। প্রদেশ সরকারের মুখপাত্রের দাবি, বিস্ফোরণে জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও কত জন আহত হয়েছেন, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। মাস্তাংয়ে ডেপুটি পুলিশ সুপার ইউনূস মাগসির দাবি, অন্তত ১৮ জন পুলিশকর্মী জখম হয়েছেন।

Advertisement

গত মাসে বালোচিস্তানের বোলানে মাশকাফ সুড়ঙ্গে জাফর এক্সপ্রেস অপহরণ করেছিলেন বালোচ বিদ্রোহীরা। প্রায় ৩০ ঘণ্টা ধরে পাক সেনার অভিযানে উদ্ধার হন যাত্রীরা। পাক সেনার দাবি, সব বিদ্রোহীর মৃত্যু হয় এই অভিযানে। বিদ্রোহীদের পাল্টা দাবি, সংঘর্ষে পাক সেনার ৩০ জন জওয়ানের মৃত্যু হয়। এই ঘটনার পর পরই বালোচ বিদ্রোহীদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, পাক সেনা যদি তাঁদের উপর হামলার চেষ্টা করে, তা হলে তাঁদের পরবর্তী নিশানা হবে ইসলামাবাদ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ