জেলা 

বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে সংবিধান বাঁচানোর শপথ

শেয়ার করুন

14.4.25 সোমবার হুগলির শ্যাওড়া ফুলি তে এক সেমিনার অনুষ্ঠিত হলো আস্সাদিক এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে বিভিন্ন সংগঠনের কর্নধার, উলামাজরতগন ,বুদ্ধিজীবী, শিক্ষক, অন্যান্য সমাজকর্মীদের নিয়ে আলোচনা সভা হলো, “সংবিধান বাঁচাও “ও ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ বাতিল করা, ইত্যাদি বিষয়ে বিভিন্ন রকম বক্তব্য উঠে আসে। সভার সভাপতিত্ব করেন আ.বা.মা.র কার্যকরি সভাপতি অধ্যাপক আহসান আলি। উপস্থিত হন, আলহিকমা মিশনের সম্পাদক আজিজুল হক, সমাজকর্মী নিজামুদ্দিন সেখ, ইমাম সংগঠনের হুগলির সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ, আস্সাদিক এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার মুখপাত্র আবু আফজাল জিন্না, সমস্ত অনুষ্ঠানটা কে সুন্দরভাবে তদারকি করেন ট্রাস্টের সম্পাদক মৌলানা রফিকুল ইসলাম ও হাফেজ ইমরান, রবিউল পুরকাইত।কেন্দ্রীয় সরকার সংবিধান লংঘন করছে।বাবা সাহেব আম্বেদকর এরজন্মদিন একশ চৌত্রিশ তম, সেই লক্ষ্যে আজকের এই সেমিনার। সংবিধান বাচলে দেশ বাঁচবে। সংবিধান লংঘন করলে দেশ শেষ হয়ে যাবে।ভারত বর্ষ এতো বড় একটা গনতান্ত্রিক দেশ সেই দেশটাকে কেন্দ্রীয় সরকার ধ্বংস করে দেওয়ার ছক কষেছে।আমরা লক্ষ্য করেছি সরকার কোনো উন্নয়ন নিয়ে কিছু করেনি বরং বিভাজনের রাজনীতি করছে।একটা সম্প্রদায় কে সব সময় কোনঠাসা করছে।। ওয়াকফ বিল অবিলম্বে রদ করতে হবে।কারন এই বিল মুসলিম সম্প্রদায় মসজিদ, মাদ্রাসা, খানকাহ কবরস্থান ইত্যাদি চালনার ক্ষেত্রে কোনো ক্ষমতা মুসলিমদের হাতে থাকবে না। এবং এটা দেশের সংবিধান কে অপমান করা হলো। হিন্দু, খ্রিস্টান, জৈন ইত্যাদি সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করা হবে আগামী তে। আমাদের প্রতিবাদ হিন্দুদের বিরুদ্ধে নয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। শান্তিপূর্ন পদযাত্রা, ডেপুটেশন,বড় সমাবেশ যারাই করবে দায়িত্বের সাথে পূর্ণ সমর্থন থাকবে আলোচনা তে এই সিদ্ধান্ত উঠে আসে।ফিলিস্তিন গাজা বাসীর জন্য দোয়া করেন মৌলানা নজরুল ইসলাম সাহেব।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ