বৈধ ভিসা নিয়ে ৩০ দিনের বেশি থাকলে নাম নথিভূক্ত করতে হবে, না করলে যেতে হবে জেলে নির্দেশ মার্কিন প্রশাসনের
বাংলার জনরব ডেস্ক : বৈধ ভিসা নিয়ে আমেরিকায় ৩০ দিনের বেশি থাকলে সরকারের কাছে নাম নথিভুক্ত করতে হবে এই নির্দেশ দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। না করলে দিতে হবে জরিমানা। এমনকি, জেলও হতে পারে তাঁদের। যাঁরা এইচ-১বি বা পড়ুয়া ভিসায় আমেরিকায় রয়েছেন, তাঁদেরও এই নিয়ম মানতে হবে।
হোমল্যান্ড নিরাপত্তা দফতর এক্সে পোস্ট দিয়ে লিখেছে, ‘‘যে বিদেশি নাগরিকেরা ৩০ দিনের বেশি সময় ধরে আমেরিকায় রয়েছেন, তাঁদের সরকারের কাছে নথিভুক্ত করতে হবে। না করলে জরিমানা এমনকি জেলবাস বা দুইই হতে পারে।’’ এই পোস্টে ট্রাম্পের দফতরকে ট্যাগ করেছে প্রশাসন। তাদের আরও হুঁশিয়ারি, এই নিয়ম না মেনে চললে দেশ থেকে বার করে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে আমেরিকায় ফেরার পথ চিরতরে বন্ধ হতে পারে।