ওয়াকফ আন্দোলন শান্তিপূর্ণ ও গঠনমূলক করার জন্য আবেদন জানালেন ডাঃ মসিহুর রহমান
বিশেষ প্রতিনিধি : জামাআতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি ডাঃ মসিহুর রহমান এক প্রেস বিবৃতিতে বলেন, নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সুস্পষ্ট নির্দেশিকা মেনে মুসলিম সমাজকে করতে হবে । বিচ্ছিন্নভাবে কারোর দ্বারা পরিচালিত না হয়ে বোর্ডের নির্দেশ মেনেই গনতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি গ্রহণ করতে হবে। অমুসলিম বুদ্ধিজীবী, সুশীল সমাজের লোকদের সাথে নিয়ে সংবিধান বিরোধী নতুন ওয়াকফ আইনের অভিসন্ধি গুলিকে জনগণকে বোঝাতে হবে ।
তিনি আরও বলেন, আন্দোলন হতে হবে আইনের অনুশাসন মেনে । সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতা সৃষ্টির প্ররোচনায় কেউ যেন প্রভাবিত না হয় । পশ্চিমবঙ্গের সকল সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন যে, রাজ্যে সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় ও তাকে অক্ষুণ্ন রাখতে সর্বাত্মকভাবে এগিয়ে আসুন । রাজ্যের যে যে জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত ও নিন্দাজনক । ঘটনা কীভাবে সংগঠিত হলো তার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ।
ওয়াকফ আন্দোলন শান্তিপূর্ন ও গঠনমূলক ভাবে যাতে হয় এবং ভুলপথে আন্দোলন যাতে পরিচালিত না হয়, তার জন্য সমাজের দায়িত্বশীলদের যথাযোগ্য ভূমিকা পালন করার আবেদন জানান ডাঃ মসিহুর রহমান । সকল ধর্মমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে শান্তি বজায়ের লক্ষ্যে সচেষ্ট হতে আবেদন করেছেন তিনি ।