কলকাতা 

ওয়াকফ সংশোধনী আইন এ রাজ্যে কার্যকর হবে না : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সংসদের উভয় কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে তা এখন আইনে পরিণত হয়েছে। এই আইন পশ্চিমবাংলায় কার্যকরী করা হবে না বলে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন। এই আইনের বিরুদ্ধে বাংলার মুসলমান সমাজ রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে এর ফলে কয়েকটি জায়গায় অশান্তির হয়েছে তারই পরিপ্রেক্ষিতে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন এই আইন বাংলায় কার্যকর হবে না।

মুখ্যমন্ত্রীর কথায়,“আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি – আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?”

Advertisement

এ ব্যাপারে মুখ্যমন্ত্রী আরও বলেন, “মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি (Waqf Bill) কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে”।

তবে মমতা একথা বললেও একটা বৃহত্তর প্রশ্ন থেকে যাচ্ছে। তা হল, কেন্দ্র নয়া আইন পাশ করার পর রাজ্য কি তা লাগু না করে থাকতে পারে। কেন্দ্রের আইনটি কি শুধু রাজ্যকে পথ দেখানোর জন্য? রাজ্যর কি এক্তিয়ার আদৌ রয়েছে তা না মানার?

এ বিষয়ে যাদের সামান্য সাংবিধানিক বিষয় জ্ঞান রয়েছে। তারা জানে যতই মুখ্যমন্ত্রী একথা বলুক না কেন ্দ্রীয় স্তরে একবার আইন পাশ হয়ে গেলে তার রাজ্যগুলিকে মানতেই হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ