ফের আক্রান্ত পুলিশ! এবার আমতলায়, ওয়াকফ আইন বাতিলের দাবিতে মিছিল থেকেই কেন বারবার পুলিশের উপর আক্রমণ হচ্ছে তদন্ত জরুরী
বাংলার জনরব ডেস্ক : আইনশৃঙ্খলা সামলাতে গিয়ে একাংশের আক্রমণের মুখে পড়ল পুলিশ বাহিনী ( police attack)। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও।
শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমতলায়। ঘটনার জেরে অবরুদ্ধ ১১৭ জাতীয় সড়ক। এর আগে এদিন সকালে ভিন্ন একটি ঘটনায় হুগলির চাঁপদানীতে পুলিশের ওপর আক্রমণ করে এক গোষ্ঠী। পর পর পুলিশের ওপর আক্রমণের ঘটনায় শোরগোল ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
স্থানীয় সূত্রের খবর, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে এদিন এলাকায় মিছিল করছিল মুসলিমরা । নিরাপত্তা দেখভালের জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন পুলিশের কর্মীরাও। অভিযোগ, আচমকা পুলিশের গাড়িতে আক্রমণ চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখমও হয়েছেন বলে খবর।
হামলার খবর পেয়ে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়। পুলিশের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ এনেছেন আন্দোলনকারীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এর আগে হুগলির চাঁপদানীতেও পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। উত্তেজনা থাকায় দুটি এলাকাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রশ্ন উঠেছে ওয়াকফ আইন বাতিলের দাবিতে সব মিছিল হচ্ছে সেখান থেকেই কেন বা পুলিশের উপর আক্রমণ হচ্ছে সে বিষয়ে গোয়েন্দা দপ্তরের উচিত বিশদ তদন্ত করা। কারণ মিছিল কারীরা সাধারণত এই ধরনের হামলা করবে না মমতার পরিচয় তাদের আক্রমণের লক্ষ্য হতে পারে না রাজ্য গোয়েন্দা দফতর থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের উচিত বিষয়টিকে খতিয়ে দেখা