বরকতি চিলড্রেন অ্যাকাডেমিতে তিন দিনের ঈদ মিলন উৎসবে সাহিত্য সভা।
দেগঙ্গা: ২০২৫ সালের ঈদ মিলন উৎসব তিন দিন ধরে আলোকোজ্জ্বল, সৃজনশীল এবং আনন্দময় কার্যক্রমের মধ্য দিয়ে পালিত হলো। উত্তর ২৪ পরগণার ,দেগঙ্গার,বাজিতপুরের বরকতি চিল্ড্রেন একাডেমিতেএই বেসরকারি উচ্চমানের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উৎসাহে অনুষ্ঠানটি একটি অবিস্মরণীয় উৎসবে রূপ নেয়।
প্রথম দিন: চাঁদ রাতের আলোকসজ্জা
উৎসবের প্রথম দিন ছিল চাঁদ রাত, স্কুল প্রাঙ্গণ আলোকসজ্জায় ঝলমল করে ওঠে। রঙিন আলোর মালা ও সজ্জায় মুগ্ধ হয় শিশু থেকে বড় সকলে। বাচ্চাদের আনন্দের জন্য মিকি মাউস ও জাম্পিং এর ব্যবস্থা করা হয়, যা তাদের মুখে হাসি ফোটায়। এই দিনটি ঈদের আগমনী বার্তা নিয়ে আসে।
দ্বিতীয় দিন: ঈদুল ফিতরের দিন বিকেলে অর্থাৎ
দ্বিতীয় দিনে আয়োজন করা হয় সাহিত্য উৎসব। স্থানীয় ও আমন্ত্রিত কবিরা এতে অংশ নেন। কবিদের উপস্থিতি এই আয়োজনে একটি বিশেষ মাত্রা যোগ করে। বাচ্চাদের জন্য মিকি মাউস ও জাম্পিং এর ব্যবস্থা এই দিনেও অব্যাহত থাকে, যা তাদের আনন্দকে দ্বিগুণ করে।
এলাকায় খ্যাতি সম্পন্ন প্রায় ২০ জন বিশিষ্ট কবি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক সমুদ্র বিশ্বাস, বিশ্বজিৎ বন্দোপাধ্যায়, মনিরুল ইসলাম, জালাল উদ্দিন, সহিদ বিশ্বাস, রাজিবুল ইসলাম,এম.এ.জলিল,কাজী মহসিনা প্রমুখ।
তৃতীয় দিন: প্রতিযোগিতা, ম্যাজিক শো ও পুরস্কার বিতরণ
তৃতীয় দিনটি ছিল শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার দিন। সকালে ছড়া, কেরাত, গজল, বক্তব্য ও কুইজ প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা প্রদর্শন করে। অভিভাবিকাদের জন্য রান্না প্রতিযোগিতা অনুষ্ঠানের অসাধারন রূপ নেয়। এরপর বিকেলে প্রখ্যাত ম্যাজিশিয়ান আর কে সরকারের ম্যাজিক শো সকলকে মন্ত্রমুগ্ধ করে। তাঁর অবিশ্বাস্য কৌশল শিশু থেকে অভিভাবক—সকলের মনে রোমাঞ্চ জাগায়। দিনের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা উৎসবের সমাপ্তি ঘটায়।
বরকতি চিলড্রেন অ্যাকাডেমির সম্পাদক হাশিম আব্দুল হালিম বরকতি (মুকুল) জানান, “এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে স্কুলের বন্ধন আরও মজবুত করাই আমাদের লক্ষ্য ছিল।” স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এমন আয়োজন শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সম্প্রদায়ে ঐক্যের বার্তা ছড়ায়।”
এই অনুষ্ঠানে বিদ্যালয়ের কর্তৃপক্ষ দের মধ্যে উপস্থিন ছিলেন ট্রাস্টের সভাপতি আরিফ আব্দুল হাফিজ বরকতি, ট্রাস্টের ট্রেজারার কাজী রোজিনা জামান, বিদ্যালয়ের ডিরেক্টর ইঞ্জিনীয়ার মো: ফিরোজ আলী মন্ডল। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবানা খাতুন, গাউস উদ্দিন, রাকিবুদ্দীন,রিমা শেখ, তুহিনা খাতুন, সুমাইয়া খাতুন, আফরিন, জান্নাতুন বাকিয়া, সামিমা, সহ আরো অনেকই। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী রতন বোস, আরোও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক মুন্সী মনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, মাওলানা আনিস উদ্দিন , গজল শিল্পী গোলাম রসুল প্রমুখ।
বরকতি চিলড্রেন অ্যাকাডেমির এই তিন দিনের ঈদ মিলন উৎসব এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে, যা সকলের মনে দীর্ঘদিন জায়গা করে থাকবে।