দেশ 

ওয়াকফ সংশোধনী বিল এনে বিভাজনের রাজনীতিকে হাওয়া দিচ্ছে বিজেপি : অখিলেশ যাদব

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ওয়াকফ বিল (সংশোধনী) ২০২৪-এর আলোচনায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তীব্র ভাষায় আক্রমণ করেন। অখিলেশ বলেন, বিজেপি জমির জন্য লালায়িত। ওরাই রেল ও প্রতিরক্ষা বিভাগের জমি বেচতে বহু পরিবর্তন করেছে। আর এখন ওরা ভোটেও বিভাজন চাইছে। গত লোকসভায় ওরা দেখে নিয়েছে, মানুষ ওদের ভোট কম দিচ্ছে। বিশেষ করে আমার রাজ্যে ওদের মুখ পুড়েছে।

তিনি চাঁচাছোলা ভাষায় বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, রাজনীতি তাঁর আংশিক সময়ের কাজ। তাহলে দিল্লি থেকেও কেন এরকম আংশিক সময়ের লোককে সরিয়ে দেওয়া হচ্ছে না?

Advertisement

ওয়াকফ বিল নিয়ে আলোচনার প্রসঙ্গে বিজেপির বিভাজনের রাজনীতি নিয়ে বলতে গিয়ে অযোধ্যায় রামমন্দির প্রসঙ্গ, করসেবা ও অশান্তি ছড়ানোর প্রসঙ্গ সবই টেনে আনেন। অখিলেশ বলেন, আমরা সেই দেশের মানুষ যে দেশ বুদ্ধদেবকে বুকে জড়িয়ে ধরে পুজো করে। আমি অন্য ধর্মের দৃষ্টান্ত টানছি না। ভগবান বুদ্ধও তো হিন্দু ধর্মের অনেক কিছু মানতেন না, হিন্দু পুরাণ, উপনিষদ বিশ্বাস করতেন না। তাতেও আমরা সেই দেশের মানুষ যারা এখনও বুদ্ধদেবকে পুজো করি। আসলে ওরা ওদের কাজের ব্যর্থতা ধরা পড়ে গেলেই একটা করে বিল নিয়ে এসে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেয়।

ওয়াকফ বিল বিতর্কে অংশ নিয়ে বিরোধীদের পক্ষে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বুধবার মিছরির ছুরি দিয়ে এফোঁড়-ওফোঁড় করে দেন বিজেপি সরকারকে। ভাষণে তিনি বিশ্বের সর্ববৃহৎ দল বলে বড়াই করা বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে দেরি হওয়ার কারণ নিয়ে বেঁধেন। অখিলেশ রসিক কায়দায় বলেন, দুনিয়ার সবথেকে বড় দল বলে বুক ফুলিয়ে বলে বেড়ানো বিজেপি কেন এখনও দলের সভাপতি ঠিক করতে পারছে না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ