জেলা 

জামাআতে ইসলামী হিন্দ সুতি ব্লকের অরঙ্গাবাদ মোকামের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ঈদ প্রীতি সভা

শেয়ার করুন

জামাআতে ইসলামী হিন্দ সুতি ব্লকের অরঙ্গাবাদ মোকামের পক্ষ থেকে *ঈদ প্রীতি সভা* অনুষ্ঠিত হলো। আলোচনার বিষয় ছিল – *” সৌহার্দ্য, শান্তি ও কল্যাণের পথ ”।*

মাস্টার সাইফুদ্দিন সাহেবের কুরআনের আলোচনার মাধ্যমে আজকের ঈদ প্রীতি সভা শুরু হয়। আহ্বায়ক ঔরঙ্গাবাদ শাখার আমীর আয়াতুল্লাহ বোখারী সাহেবের প্রারম্ভিক কথায় আজকের আয়োজনের গুরুত্ব উঠে আসে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন ডেভিড মারান্ডি মহাশয়, সহকারী জেলা নাজিম আব্দুল্লাহি কাফি সাহেব, সেক্রেটারি হালকা অধ্যাপক মুহাঃ মশিউর রহমান সাহেব, ডি এন সি কলেজের ডাঃ সুনিল কুমার দে মহাশয়, সুতি থানার আইসি বিজন রায় মহাশয়। সব শেষে সভাপতির ভাষণ প্রদান করেন জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মৌলানা আব্দুর রফিক সাহেব। প্রত্যেকেই দেশের কল্যাণে মূলবান পরামর্শ এবং আহ্বান রাখেন। মৌলানা আব্দুর রফিক সাহেব সম্প্রীতির লক্ষ্যে সংখ্যালঘুদের পাশাপাশি সংখ্যাগরিষ্ঠদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। শান্তির লক্ষ্যে বিভিন্ন যৌথ মঞ্চ Actively কাজ করার আহ্বান রাখেন। যুব সমাজের এনার্জি এবং মেধাকে দেশের কল্যাণে প্রবাহিত করার জোরালো আহ্বান রাখেন মৌলানা আব্দুর রফিক সাহেব। উপস্থিত অন্যান্য বক্তারাও দেশের অতিত সোনালী ইতিহাস এবং ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে সম্প্রীতির ভারতের মর্যাদা অক্ষুন্ন রাখার আহ্বান রাখেন।

Advertisement

সবমিলিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ২০০জনেরও অধিক সমাজ সচেতক মানুষের উপস্থিতি *ঈদ প্রীতি সভাকে অন্য মাত্রায় পৌঁছে দেয়।*


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ