অলৌকিক হলেও সত্যি!ভূমিকম্পের ৫ দিন পরেও মায়ানমারের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ২৬ বছরের যুবক
বাংলার জনরব ডেস্ক: বিধ্বংসী ভূমিকম্পের পাঁচ দিন পরেও মায়ানমারে উদ্ধার হল জীবিত ২৬ বছরের যুবক। বুধবার ভোরে মায়ানমারের রাজধানী নেপিদোর একটি হোটেলে ধ্বংসস্তূপ থেকে ২৬ বছরের যুবক নাইং লিন টুনকে জীবিত উদ্ধার করা হয়।এন্ডোস্কোপিক ক্যামেরার সাহায্যে জানা গিয়েছিল তিনি সেখানে ছিলেন। তারপরে উদ্ধারকারীরা মেঝেতে গর্ত করে তাকে বের করে আনেন।
৭.৭ মাত্রার এই ভূমিকম্পে হাজার হাজার ভবন ধসে পড়েছে। সরকারি হিসাবে এখনও পর্যন্ত ২,৮৮৬ জনের মৃত্যু ও ৪,৬৩৯ জন আহতের খবর মিলেছে, তবে স্থানীয় সূত্রে মৃতের সংখ্যা আরও বেশি বলে মনে করা হচ্ছে। ভূমিকম্পের পরেও মায়ানমারে সংঘাত বন্ধ হয়নি।
সহায়তা পৌঁছানোর জন্য থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করলেও, সরকারি বাহিনী চিনা রেড ক্রসের একটি ত্রাণ কনভয়ের ওপর গুলি চালিয়েছে বলে দাবি উঠেছে। তবে মায়ানমারের সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক টম অ্যান্ড্রুজ বলেছেন, ‘এখন প্রাণ রক্ষাই অগ্রাধিকার হওয়া উচিত।’ ভূমিকম্প মোকাবিলায় বিভিন্ন দেশ মায়ানমারকে সাহায্য করছে।
ভারত উদ্ধারকর্মী ও দুটি নৌবাহিনী জাহাজ পাঠিয়েছে। চিন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতও উদ্ধারকারী দল পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র জরুরি সহায়তা হিসেবে ২ মিলিয়ন ডলার ঘোষণা করেছে। এখনও অনেক প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন পড়েছে।