জেলা 

নিবেদিতা সেতুতে ভয়ংকর দুর্ঘটনা মৃত ৪, আহত ২

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : শুক্রবার ভোররাতে নিবেদিতা সেতুর কাছে ভয়ংকর দুর্ঘটনা। টায়ার ফেটে উলটে যায় গাড়ি। নিবেদিতা সেতু থেকে ছিটকে ৪০ ফুট নিচে রাস্তায় পড়েন ৬ শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে জিনিস বিক্রি করতে যাচ্ছিলেন কয়েকজন। একটি ছোট চারচাকার গাড়িতে ছিল কাপড়। গাড়ির উপরে বসেছিলেন ৬ যাত্রী। লালবাড়ির সামনে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। আচমকা গাড়ির টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি। ফলে গাড়ির উপরে বসে থাকা ৬ জনই ছিটকে সেতুর রেলিং পেরিয়ে ৪০ ফুট নিচে রাস্তায় পড়ে যান। নজরে পড়তেই ছুটে যান স্থানীয়রা। খবর পাওয়ামাত্রই যায় পুলিশ।

Advertisement

তড়িঘড়ি আহতদের উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের অন্যত্র রেফার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বালি পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতদের সম্পর্কে কিছুই জানা যায়নি। তাঁদের পরিচয় জানার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ