শিক্ষা দফতর তুলে দিলেন ট্রাম্প !
বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার আমেরিকার শিক্ষা দফতর পুরোপুরি তুলে দেওয়ার এগোলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার থেকে পড়ুয়াদের শিক্ষার দায়িত্ব থাকবে প্রাদেশিক সরকারগুলির হাতে। মার্কিন শিক্ষা দফতর বলে আর কোনও কিছুর অস্তিত্ব থাকবে না।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে হাজির ছিল বহু পড়ুয়ারা। তাদের মধ্যে বসেই নতুন নির্দেশিকায় সই করেন মার্কিন প্রেসিডেন্ট। সই করার পরে হাসিমুখে সেই আদেশ তুলে ধরেন পড়ুয়াদের সামনে। পরে জানান, “আমরা চাই যত দ্রুত সম্ভব শিক্ষা দফতর পুরোপুরি বন্ধ হয়ে যাক। আগে যেমন শিক্ষার দায়িত্ব নিত প্রাদেশিক সরকারগুলি, আবারও সেরকম ব্যবস্থায় ফিরে যেতে চাই।” মার্কিন প্রেসিডেন্টের মতে, এই পদক্ষেপে ফলে উন্নতি হবে আমেরিকার শিক্ষাব্যবস্থার। আমেরিকার থেকে চিন এবং ইউরোপের শিক্ষাব্যবস্থা অনেক এগিয়ে গিয়েছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট।

১৯৭৯ সালের প্রতিষ্ঠিত হয় আমেরিকার শিক্ষা দফতর। মার্কিন কংগ্রেসের অনুমোদন না পেলে এই দফতর পুরোপুরি তুলে দেওয়া যায় না। কিন্তু ট্রাম্পের নতুন নির্দেশের ফলে আপাতত শিক্ষার অনুদান এবং শিক্ষাকর্মীদের বেতন বন্ধ থাকবে। সেই সঙ্গে শিক্ষাসচিব লিন্ডা ম্যাকমোহনকে নির্দেশ দেওয়া হয়েছে, দফতর বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। প্রাদেশিক সরকারগুলির হাতে দ্রুত শিক্ষা সংক্রান্ত দায়িত্ব হস্তান্তর করতে হবে। ওয়াকিবহাল মহলের মতে, ট্রাম্প যেভাবে খরচ কমাতে উঠেপড়ে লেগেছেন, সেটারই কোপ পড়েছে শিক্ষা দফতরের উপর।

