জেলা 

ওবিসি সমীক্ষায় কারচুপি করার সুযোগ বন্ধ করতে হবে 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : কলকাতা উচ্চ আদালতের রায়ে বাতিল করে দেওয়া ১১৩ টি জনগোষ্ঠীর নতুন করে সমীক্ষা করাচ্ছে পশ্চিমবঙ্গ ওবিসি কমিশন। এই সমীক্ষার ভিত্তিতেই জনগোষ্ঠীগুলিকে নতুন ভাবে ওবিসি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এবং নতুন করে সার্টিফিকেট দেওয়া হবে। ফলে ১১৩ টি জনগোষ্ঠীর সবাই ওবিসি হিসেবে স্বীকৃতি নাও পেতে পারেন। সেই জন্য একটি দাবি জোরালো ভাবে এখনই তুলতে হবে। সেটা হল বাতিল করা ১১৩ টি জনগোষ্ঠীর পুনর্বহালের লক্ষ্যে সমীক্ষা পরিচালনা করা।

ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে সরকারি অফিসাররা সমীক্ষা করার ফর্ম পূরণ করছেন পেন্সিল দিয়ে। এখানেই জনগণ ভয় ও আশঙ্কা করছেন সমীক্ষা সঠিক ভাবে হবে না। পরবর্তীতে অফিসে বসে ফর্মে কারচুপি করা হবে। রাজ্যে শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সরকারের সীমাহীন দুর্নীতির অভিজ্ঞতা জনগণকে তাড়িত করছে। ফলে জনগণের দাবি হচ্ছে ওবিসি সমীক্ষায় কোন ভাবেই ফর্ম পেন্সিলে পূরণ করা যাবে। বিষয়টি জেলা পর্যায়ের আধিকারিকদের নিশ্চিত করতে হবে। তা না হলে জনগণের মধ্যে অসন্তোষ বাড়বে। সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন দেখা দেবে।

Advertisement

রাজ্যে ১১৩ টি জনগোষ্ঠীর সবগুলো সব জেলায় নেই। যেমন মুর্শিদাবাদ জেলায় কমবেশি চল্লিশ টি জনগোষ্ঠী আছে। সমীক্ষাকে সঠিক ভাবে করতে হলে অফিসার কবে কোন এলাকায় যাচ্ছেন এবং কোন জনগোষ্ঠীর সমীক্ষা করতে যাচ্ছেন তা আগে থেকেই এলাকার কিছু মানুষকে জানানো দরকার। তা না হলে সমীক্ষায় ভুল তথ্য উঠে আসার সম্ভাবনা থেকে যাবে। ওবিসি নিয়ে কাজ কর্ম করে এমন সংগঠনগুলোর সহযোগিতা এ ক্ষেত্রে কাজে লাগতে পারে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ