দেশ 

‘এক দেশ এক ভোট’ অসংবিধানিক সংসদীয় কমিটিকে জানালেন প্রাক্তন আইন কমিশনের চেয়ারম্যান

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রের আইন মন্ত্রক যাই বলুক না কেন ‘এক দেশ এক ভোট’ দেশের সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন প্রাক্তন কেন্দ্রীয় আইন কমিশনের চেয়ারম্যান তথা দিল্লি হাইকোর্টের বিচারপতি জে পি শাহ। সোমবার বিতর্কিত বিলটির প্রেক্ষিতে সংসদীয় কমিটির কাছে ১২ পাতার একটি নোট জমা দিয়েছেন জেপি শাহ। সেখানে তিনি প্রস্তাবিত ‘এক দেশ, এক ভোট’কে আইনকে অসাংবিধানিক, গণতান্ত্রিক নীতি এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর লঙ্ঘনকারী বলেও উল্লেখ করেছেন।

উল্লেখ্য, বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও মোদি সরকার সংসদে ‘এক দেশ এক ভোট বিল’ পেশ করেছে। যদিও এখনই বিল পাশ করানোর পথে না হেঁটে তা পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে (জেপিসি)। ইতিমধ্যেই জেপিসির বৈঠক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে একসঙ্গে ‘এক দেশ এক ভোট’ নীতি প্রণয়নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে বেশ কিছু প্রশ্ন করেছিলেন বিরোধী সাংসদরা। সূত্রের খবর, আইন মন্ত্রক সেই প্রশ্নগুলির কয়েকটির উত্তর দিয়েছে। আরও কিছু প্রশ্ন ঠেলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের দিকে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ