জেলা 

আন্তর্জাতিক নারী দিবসে আদিবাসী শিক্ষার্থীদের যুগোপযোগী প্রশিক্ষণ দিচ্ছে হারাল ইউনাইটেড হাই মাদ্রাসা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : হুগলি জেলার ঐতিহাসিক পান্ডুয়ার অদূরে অবস্থিত হারাল ইউনাইটেড হাই মাদ্রাসা। এই মাদ্রাসায় শুধু মুসলিম ছেলে মেয়েরা নয় আদিবাসী সমাজের ছেলে মেয়েরাও পড়াশোনা করে। তাদেরকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন ওই মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মীর  আব্দুল রফিক। আজ ৮ই মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস এই দিবস উপলক্ষে হারাল ইউনাইটেড হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতা শিবির।

আর এই উপলক্ষে তনুশ্রী হেমব্রম, চাঁদনী মুর্মু, দীপা হাঁসদা, মঙ্গল মুর্মু, মৌমিতা বেসরা প্রতিদিনের ন্যায় হরাল ইউনাইটেড হাই মাদ্রাসাতে এসেছে তাদের অন্যান্য বন্ধুদের সাথে তবে তাদের মধ্যে কেউ কেউ এনেছে রং বেরঙের বেলুন, কেউ এনেছে নানান রঙের ফুল, কেউ এনেছে নানা রঙের কাগজ। কারণ তারা জেনেছে তাদের প্রিয় দিদি মনি মিনা লায়েক এর কাছ থেকে, আজ মাদ্রাসায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো এই মাদ্রাসার ইংরাজি বিষয় এর শিক্ষিকা মাননীয়া মিনা লায়েক যিনি বিক্রম শীলা এডুকেশন সোসাইটি কতৃর্ক বিশেষ প্রশিক্ষণ নিয়ে ছাত্রীদের আগামী দিনে কিভাবে নিজের পায়ে দাঁড়ানো যায় সে বিষয়ে দিশা দেন ও ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন সমস্যা সমন্ধে আধুনিক বিজ্ঞান সম্মত ভাবে মোকাবিলা করার পাঠ দেন।

Advertisement

বাল্য বিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক নাটক পরিবেশন করেন। আন্তর্জাতিক নারী দিবসে কন্যাশ্রীরা শপথ নেয় উচ্চ শিক্ষা সম্পন্ন করে স্বাবলম্বী হবে। তাদের দিদিমনি তাদের অনুপ্রেরণা। একইসঙ্গে আদিবাসী এক ছাত্রীকে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দেন ওই মাদ্রাসার শিক্ষিকা মিনা লায়েক। এক কথায় হারাল ইউনাইটেড হাই মাদ্রাসা শুধুমাত্র শিক্ষার প্রসারে নয়। শিক্ষা পরবর্তী জীবনের শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে চলেছেন ওই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আন্তর্জাতিক নারী দিবসের দিনে এটাই সবচেয়ে বড় পাওনা বলে শিক্ষাবিদরা মনে করছেন।

ছবি ক্যাপশন : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিক্ষিকা মিনা লায়েক অনগ্রসর শ্রেণীর ছাত্রীকে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ