ট্রেনে মাফিকুল ইসলামকে নিগ্রহ করার নিন্দা জানালো জামাআত
বিশেষ প্রতিনিধি : নবদ্বীপধাম-বালুরঘাট এক্সপ্রেসের কামরায় মালদাগামী ট্রেনে অত্যন্ত নিন্দনীয় ও ধিক্কারজনক ঘটনা ঘটে। এক তরুণী ধুলিয়ানের তোফাপুরের অধিবাসী মাফিকুল ইসলামকে নিগৃহীত করে। তাকে চড়-থাপ্পড় মারতে থাকে। কুৎসিত ভাষা প্রয়োগ করে। মাফিকুল ইসলাম একজন প্রবীন ও সজ্জন ব্যক্তি। ভাল মানুষ হিসাবে তার এলাকায় পরিচিতি আছে।
তরুণীটি যে ভাবে মাফিকুল ইসলামের প্রতি চড়াও হয়ে তাকে নিগৃহীত করেছে তাতে প্রকারান্তরে বাংলার নারীশক্তিকেই লজ্জা দেওয়া হয়েছে। এই বাংলায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে যারা রাজনৈতিক ফায়দা অর্জন করতে চাইছে, তাদের জানা উচিৎ বাংলার শান্তিকামী মানুষ কখনই তা মেনে নেবে না।
মনে রাখতে হবে, অন্যান্য রাজ্যের মত এ রাজ্যেও রেলে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরীর যে প্লট ও প্রয়াস চলছে তার পিছনে সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তির গভীর ষড়যন্ত্র রয়েছে বলে প্রতীয়মান হয়।
জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ডাঃ মসিহুর রহমান অন্যায়ভাবে মাফিকুল ইসলামকে নিগৃহীত করার তীব্র নিন্দা জানিয়েছেন। যে তরুণীটি এই অপকর্মে যুক্ত তাকে আইনের আওতায় আনতে হবে।
অন্যা্য়কারীকে ছাড় দেওয়া মানেই বিপর্যয়কে বাড়তে দেওয়া। রেল প্রশাসনকে সব যাত্রীদের নিরাপত্তা দেওয়ার তিনি দাবী জানান। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক ঘৃণা বিদ্বেষ ও উত্তেজনা সৃষ্টির জন্য যারাই চেষ্টা করুক না কেন রাজ্য সরকারকে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে কে কোন সম্প্রদায়ের তার বাছবিচার কারা আদৌ সমীচিন নয়। সংখ্যালঘু মানুষেরা যেন হয়রানির শিকার না হন তার জন্য রাজ্য সরকারকে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবী জামআতের রাজ্য সভাপতি করেন।