জেলা 

বাংলা আবাস যোজনার প্রকল্পের পরিদর্শনে জেলাশাসক সুমিত গুপ্তা

শেয়ার করুন

হাসিবুর রহমান : রাজ্যের বাংলা আবাস যোজনা ঘর বানানোর জন্য পাবেন এক লাখ কুড়ি হাজার টাকা প্রতিটি ব্লকে প্রথম কিস্তির পেয়েছে 60 হাজার টাকা সেই টাকা সাধারণ মানুষ ঠিকভাবে পেয়েছে কিনা এবং টাকা পেয়ে তারা ঘর বানাচ্ছে কিনা এবার পরিদর্শনে গেলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং ২ নম্বর ব্লকের সারেগামাবাদ অঞ্চলের রামরাযের ঘেরী গ্রামে প্রত্যন্ত এই গ্রামের মানুষ প্রায় ২৩৮ টি ঘর পেয়েছেন একসঙ্গে তাই তারা ঘরের কাজ কেমনভাবে শুরু করেছেন এদিন সেই গ্রামে পৌঁছে গেলেন জেলাশাসক সুমিত গুপ্তা ।

সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ক্যানিং ২ নম্বর ব্লকের ভিডিও ও ক্যানিং থানার ওসি ক্যানিং দু’নম্বর ব্লকের সভাপতি শোযেব শেখ, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মদক্ষ সাদেক লস্কর।ওই বুথের সভাপতি মোজাফফর লস্কর তারই উপস্থিতিতে তদারকি করেন জেলাশাসক এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলে জেলাশাসক আরো বলেন দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার পর বাথরুমের জন্য আবারো কিছু টাকা দেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ