জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : উঃ২৪ পরগনা জেলার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ শিশু ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপিত হয়।

ছাত্র-ছাত্রীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের সায়েন্স এক্সপেরিমেন্ট শিক্ষিকাদের সহযোগিতা নিয়ে প্রদর্শন করে।

Advertisement

যার মধ্যে উল্লেখযোগ্য হল- বেকিং সোডা ও ভিনিগার দিয়ে পট ও মাটির পিরামিড তৈরি করে আগ্নেয়গিরির

অগ্নুৎপাত দেখানো; প্লাস্টিক গ্লাস, পাথর,লাল বালি ও পাইপ দিয়ে পাতনের মাধ্যমে শোধিত সুপেয় পানিয় জল তৈরি; কাঁচের গ্লাস, জল, উজালা ব্লু, ও টর্চ লাইটের সাহায্যে রামধনু তৈরি; তিনটি সম দূরত্বে উপর নীচে ছিদ্রযুক্ত

প্লাস্টিক বড় বোতল জল দিয়ে বায়ুর চাপে ওয়াটার ফ্লো বেগ নিরিক্ষন;

জল পট ও বেলুনের সাহায্যে বেলুন ফোলানো; জল, ডিস ওয়াশ ও শ্যাম্পু,ব্যান্ডেজ ও সিরিঞ্জের সাহায্যে বাবল তৈরি ইত্যাদি পচিঁশ টী ইভেন্ট হাতে হাতে ছাত্র-ছাত্রীরা দেখাতে থাকে। সকল ছাত্র-ছাত্রীরা

ভীষনভাবে আনন্দ উপভোগ করতে করতে একটা সময় ভিকট্রী দেখিয়ে লাফালাফি করতে থাকে। বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এর শিক্ষক-শিক্ষিকাগণও খুব খুশি।

ছাত্র-ছাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য অংশগ্রহণ করে যথাক্রমে সেখ সাকিব আহমেদ,নুসরত খাতুন,জোনায়েদ হোসেন,তামান্না পারভীন,অঙ্কিতা কর্মকার,রিজুয়ান নাফিস,

সোহানা সুলতানা,নৌজিয়া জামান,নাওশিন জামান,

সোহাগ হাসান মোল্লা, আফরিনা পারভীন, নুরুস সাইদা,ফারিহা আফরিন,সামরিন খাতুন,সিমরান সুলতানা ও রাহাত উদ্দীন মোল্লা।

ডঃ সি ভি রামন ও বিজ্ঞান দিবস সম্পর্কে বক্তব্য রাখেন শিক্ষিকা তাসমিরা খাতুন, নারগিস সুলতানা, নারগিস নাহার, মৌসুমি বিশ্বাস,রেশমা খাতুন ও রুকসানা খানম।

সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা। ব্যাবস্থাপনায় ছিলেন শিক্ষক মোঃ আল আমিন এবং আশরাফুল ইসলাম। বি এম সি আই স্কুলের অন্যতম উপদেষ্টা নায়ীমূল হক স্যারের পরামর্শে আজকের বিজ্ঞান দিবসের তাৎপর্য ও ২০২৫ এর থিম “চাই সুস্থায়ী বিজ্ঞানের উন্নয়ন” নিয়ে একটি লিফলেট সকলের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠান টি সর্বাঙ্গীণ সুন্দর হওয়ায় প্রধান উপদেষ্টা আই এ এস সেখ নূরুল হক এবং স্কুলের সম্পাদক সেখ আহাসান আলি

সকলকে শুভেচ্ছা জানান ও ভূয়সী প্রসংশা করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ