কলস হাইস্কুলে বিজ্ঞান দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদন : আজ জাতীয় বিজ্ঞান দিবস। ১৯২৮ সালের এই দিনটিতে স্যার সিভি রমন-এর বিখ্যাত রামন এফেক্ট আবিষ্কৃত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে সারাদেশে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস।
সারা দেশের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলস হাইস্কুলেও জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় নানা ধরনের কর্মসূচি।

ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করা বিজ্ঞানের প্রদর্শনী ছিল এক কথায় অভূতপূর্ব। একেবারেই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে খুদে বিজ্ঞানীরা প্রস্তুত করেছিল নানা প্রাকৃতিক ঘটনার মডেল, যা প্রকৃতিকে অহরহ দেখা যায় অথচ তার বৈজ্ঞানিক কারণ অনেকেরই কাছে অজানা। বয়েলস ল’, আলোর প্রতিফলন, আলোর বিচ্ছুরণ, ছায়া ও প্রচছায়া, চুম্বকের ধর্ম, জলের সমোচ্চশীলতার ধর্ম ইত্যাদি ছোট ছোট মডেল তৈরি করে হাতে-কলমে বোঝায় তারা। এর-ই সাথে গণিতের বিভিন্ন সূত্র ছাত্র-ছাত্রীর দল কাগজ কেটে, থার্মোকল দিয়ে, লাল নীল সুতোয় রংবেরঙের মজার মজার মডেলের সাহায্যে বুঝিয়ে দেয় গণিত আসলেই ভয়ের নয়, বুঝতে পারলে তার আনন্দই আলাদা। এদিনের আয়োজনে বৃক্ষনিধন ও তার প্রভাব সংক্রান্ত শ্যাডো পাপেট শো ছিল আর এক মুখ্য আকর্ষণ। পুতুল নাটক বিশেষজ্ঞ ডঃ প্রদীপ সরদার ছাত্র-ছাত্রীদের নিয়ে শ্যাডো পাপেটের একটি কর্মশালাও পরিচালনা করেন।
ঐতিহ্যবাহী কলস হাইস্কুলে সকল শিক্ষক-শিক্ষিকা এবং ভারপ্রাপ্ত শিক্ষক সৈকত গাঙ্গুলীর তৎপরতায় এদিনের বিজ্ঞান দিবস উদযাপনে ছাত্র-ছাত্রীদেরকে আনন্দমুখর করে তোলে। সায়েন্স কমিউনিকেটরস ফোরামের সম্পাদক অভিজিৎ বর্ধন, গভর্নমেন্ট মডেল স্কুল গোপীবল্লভপুর-১ এর প্রধান শিক্ষক ও বিশিষ্ট বিজ্ঞানী দীপেন রায়, অনুসন্ধান সোসাইটির সিকান্দার মন্ডল, নায়ীমুল হক প্রমূখ ছিলেন এ দিনের মুখ্য অতিথি।