কাজল শেখকে সঙ্গে নিয়ে বীরভূমে অনুব্রত মণ্ডলকে কাজ করতে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিশেষ প্রতিনিধি : বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদে কাজল শেখের রয়ে গেলেন রাজনৈতিক মহল মনে করছে। ইতিমধ্যেই কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের বিবাদ শুরু হয়। দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে অশান্তি লেগেই রয়েছে। এই অবস্থায় মনে করা হচ্ছিল হয়তো কাজল শেখকে এবার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কোন ব্যক্তিকে জেলা সভাধিপতির পদে বসানো হতে পারে। কিন্তু বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিলেন কাজল শেখকে সঙ্গে নিয়ে অনুব্রত মণ্ডলকে কাজ করতে হবে।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভামঞ্চের নীচে প্রথম সারিতে বসে নেত্রীর বক্তৃতা শুনছিলেন অনুব্রত (কেষ্ট)। বীরভূম জেলা তৃণমূলের সংগঠন নিয়ে কথা বলার সময় মমতা তাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘‘কেষ্ট, তোমায় কাজলকে সঙ্গে নিয়েই চলতে হবে।’’ শোনামাত্রই ঘাড় পেতে সায় দেন অনুব্রত।
রাজ্যস্তরের নেতাদের নিয়ে ভোটার তালিকা ঠিক করতে একটি কমিটি গঠন করেছেন মমতা। ভুয়ো ভোটার চিহ্নিতকরণের কাজ করবে এই কমিটি। তবে সেই কমিটিতে বীরভূমের কোনও নেতাকে রাখেননি তিনি। সে কথা উল্লেখ করে মমতা বলেন, “বীরভূমকে রাখিনি, কারণ সেখানে কোর কমিটি আছে। সকলকে নিয়ে কাজ করবে। কেষ্ট, কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকে কনফিডেন্সে নিতে হবে। আশিসদাকে (আশিস বন্দ্যোপাধ্যায়) আর শতাব্দীকে (সাংসদ শতাব্দী রায়) মাঝে মাঝে ডেকে নিতে হবে। কাজ সবাই মিলে করবে।”
বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটিতে বিভিন্ন সময়ে পরিবর্তন হয়েছে। অনুব্রতের জেলযাত্রার পর ২০২৩ সালের মার্চ মাসে জেলা সংগঠনের কাজকর্মের জন্য একটি কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা। তাতে ৯ জন সদস্য ছিলেন। ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বিধায়ক অভিজিৎ সিংহ, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস, জেলা সভাধিপতি কাজল, বীরভূমের সাংসদ শতাব্দী, বোলপুরের সাংসদ অসিত মাল এবং জেলা তৃণমূলের দুই নেতা বিশ্ববিজয় মাড্ডি ও সুদীপ্ত ঘোষ। ২০২৪ সালের জানুয়ারি মাসে ওই কোর কমিটি পুনর্গঠিত হয়। সদস্যসংখ্যা কমিয়ে আনা হয়ে পাঁচে। কাজল-সহ দুই সাংসদ শতাব্দী এবং অসিতকে কোর কমিটি থেকে বাদ দেওয়া হয়। পরে বাদ যান তৃণমূল নেতা বিশ্ববিজয়। তবে সেপ্টেম্বরে অনুব্রত জেল থেকে ছাড়া পেলে তাঁকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি, কাজলকে কমিটিতে ফেরানো হয়। বৃহস্পতিবার মমতার কথায় স্পষ্ট, তিনি চান, গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে বিধানসভা ভোটে জোট বাঁধুন বীরভূমের দুই ‘দাপুটে’ নেতা অনুব্রত-কাজল।
বীরভূম জেলা তৃণমূলের রাজনীতিতে অনুব্রতর সঙ্গে জেলা সভাধিপতি কাজলের দ্বন্দ্ব সর্বজনবিদিত। একটা সময়ে অনুব্রতই ছিলেন বীরভূম তৃমমূলের ‘অবিসংবাদী নেতা’। তখনও নানুরের তৃণমূল নেতা কাজলের সঙ্গে সদ্ভাব ছিল না তাঁর। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে অনুব্রতের মনোনীত নানুরের তৃণমূল প্রার্থী গদাধর হাজরার বিরোধিতা করে তাঁকে হারানোর অভিযোগ উঠেছিল কাজলের বিরুদ্ধে।