“বিজেপি যেমন ভাববাচ্যে কথা বলে, তেমন সিবিআইও ভাববাচ্যে কথা বলেছে’’ : অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিশেষ প্রতিনিধি : নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে, তাতে দু’জায়গায় নাম রয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার অব্যবহিত পরেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, তাঁর মক্কলের ‘ভাবমূর্তি নষ্ট’ করার চেষ্টা হচ্ছে। কিন্তু বুধবার অভিষেক নিজে কিছু বলেননি। তবে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের দলীয় সভায় বক্তৃতা করতে গিয়ে সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা নিয়ে মুখ খুললেন অভিষেক।
অভিষেক বলেছেন, ‘‘সিবিআই একটা ২৮ পাতার চার্জশিট জমা দিয়েছে। তাতে দু’জায়গায় আমার নাম লিখেছে। কিন্তু অভিষেক ব্যানার্জি কে? এমএলএ না এমপি? কোথায় থাকে, কার ছেলে, কী করে, কিছু লেখেনি। বিজেপি যেমন ভাববাচ্যে কথা বলে, তেমন সিবিআইও ভাববাচ্যে কথা বলেছে।’’

সুজয়কৃষ্ণ ভদ্র (‘কালীঘাটের কাকু’)-সহ কয়েক জনের কথোপকথনের একটি অডিয়ো ক্লিপের কথা জানিয়ে চার্জশিটে সিবিআই লিখেছে, ওই অডিয়োয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামের উল্লেখ শোনা গিয়েছে। তা নিয়েই বৃহস্পতিবার কটাক্ষ করেছেন অভিষেক। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক নেতা অভিষেককে কটাক্ষ করতে গিয়ে ‘ভাইপো’ বলে উল্লেখ করতেন। অভিষেক তার জবাবে বলতেন, ‘‘ওদের সাহস নেই বলে ভাববাচ্যে কথা বলে। আমার নাম করে বলার হিম্মত থাকলে বুঝতাম।’’ সিবিআই চার্জশিটে তাঁর নাম উল্লেখ করলেও কোনও পরিচয় না লেখায় ওই কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে বিজেপি নেতাদের সঙ্গে একই বন্ধনীভুক্ত করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।