কবিতা : প্রতীক্ষা / আরেফা গোলদার
প্রতীক্ষা
✍️আরেফা গোলদার
*********
তুমি বলেছিলে আসবে
কিছু ব্যবস্থা করবে।
এই বিশ্বাসে ভরসা করেই
এক জাহানারা বিকেলে আমাদের প্রিয় জায়গাটায় গিয়েছিলাম সময়মতো।
মনের ভূগোল জুড়ে কেবল দুর্যোগের অশনি সংকেত-
তবুও নড়বড়ে সাঁকোটায় দাঁড়িয়ে শুধু তুমিই তখন আমার অথই গীতবিতান…..
একটানা কয়েক ঘণ্টা অনেক উৎকণ্ঠা পেরিয়েও আসোনি তুমি।চেনা হাতের লেখায় পাঠিয়েছিলে একটা চিঠি পরিপাটি।
মনজমিনে পূর্বাভাসের শর্ত মেনে শুরু হলো তুমুল বর্ষণ আর প্রবল জলোচ্ছ্বাস..…..
ভেসে গেলো আমার নার্গিসী অভিমান,রুবাই আবেগ আর দিলরুবা ইচ্ছেগুলো….
তোমার লম্বা চিঠির ভাষা বড্ডো কঠিন।
আত্মস্থ করতে হিমশিম খেতে আমি পড়ে ফেললাম আরও অনেক পুঁথি…..
বন্ধুহীন পথ বড়ো পিচ্ছিল ।এলোমেলো বন্ধুর…
দুহাতে প্রতিকূলতা সরাতে সরাতে শক্ত খুঁটির মতো কেবলই আঁকড়ে ধরলাম দু ‘মলাটে সাজানো সংবিধানের ধারাগুলি।
তারপর…
যাবতীয় ক্লেদ শোষণ করতে একটা কালো রঙের পোশাক উঠলো আমার গায়ে।
একদিন মহাপ্রলয়ের তাণ্ডব রেশ কমে আসলে আমার অদম্য জেদ জ্বলে উঠলো বাতিঘর হয়ে…
পথভ্রষ্ট,বেপথু, সংগ্রামী জীবনের পানসি টিকে নিরাপদ বন্দরে পৌঁছে দিতে আমি এখন জ্বলে উঠি আলোকবর্তিকা হয়ে…..
বহু বহুদিন পর তোমার সাথে আবার অনাকাঙ্ক্ষিত মুখোমুখি হলাম আজ ফিরোজা দুপুরে।
চার দেয়াল
ভরা এজলাস
তোমার ভালোবাসার দরদাম বিকিয়ে যাচ্ছে নিলামে।
তোমরা দুই প্রতিপক্ষই অধীর আগ্রহে প্রতীক্ষা করছো আমার একটা রায়।
একটা স্বাক্ষরের…..
সুদকষা জীবনের মেলেনি ভাগশেষ
তোমার বুকে সাইক্লোন টের পাচ্ছি বেশ।
ভাবিনি দেখা হবে শঙ্কা সংশয়ে
থাকবে তুমি প্রতীক্ষায় আমার একটা রায়ে……
✍️আরেফা গোলদার