পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদের দীঘা কবিতা উৎসব
শেখ সিরাজ :- পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদ এর ব্যবস্থাপনায় ২৩শে ফেব্রুয়ারী রবিবার দীঘা সায়ে GCন্স সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো দীঘা কবিতা উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেবনারায়ণ দাস মহাশয়। তিনি তার সংক্ষিপ্ত ভাষনে বলেন এই বিশাল কর্মযজ্ঞ বাংলা সাহিত্য কে আরও এক ধাপ এগিয়ে দিলো। সমস্ত কবি ও সাহিত্যিকরা পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদের ব্যবস্থাপনায় মধ্যাহ্নভোজন থেকে রাত্রিবাস পর্যন্ত এক অনবদ্য অনুষ্ঠানে মেতে ছিলেন,এ এক নজির বিহীন ঘটনা।
বিশেষ অতিথির ভাষনে বিশিষ্ট কবি ও সাহিত্যিক সরোজ ভট্টাচার্য বলেন কয়েকটি কবিতা আর গল্প লিখলেই একজন কবি বা সাহিত্যিক হওয়া যায় না। তার জন্য চাই ত্যাগ, ধৈর্য্য আর মানবিকতা।

পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদ এর সম্পাদক ডাঃ রুহুল আমিন বলেন বাংলা ভাষা ও কবি সাহিত্যকদের মর্যাদা রক্ষার স্বার্থে আমাদের এই লড়াই। দেশ ও সমাজ গঠনে কবি,সাহিত্যিক ও সাংবাদিক দের ভূমিকা অপরিহার্য।
উক্ত অনুষ্ঠানে বাংলা সাহিত্যে তাঁদের বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদ দেবনারায়ণ দাস, পাহাড়ী খাঁন, নারায়ণ চন্দ্র দে, সরোজ ভট্টাচার্য, হাশমাৎ আলি,শশীবালা বর্মন অধিকারী, মধুসূদন জানা,সৌরেন নন্দ,ভোলানাথ হালদার ইউসুফ মোল্লা,সমুদ্র বিশ্বাস কে বিশেষ সম্মানে সম্মানিত করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসগার আলি মণ্ডল,নায়েব আলি গায়েন, পশুপতি বিশ্বাস, আবুল বাসার হালদার,সুশান্ত ব্যানার্জী,মুনমুন চক্রবর্ত্তী,সেখ নুরুল হুদা, পলাশ হালদার প্রমুখ। এছাড়াও এস,কে,বান্টি,সৌমেন সেন, সুখেন্দু সামন্ত,সেখ শাহাজাদা,নিশার আমিন,রাফিয়া সুলতানা ও শ্রীমন্ত মন্ডল সহ প্রায় ৬০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন।প্রত্যকের হাতে নজরুল স্মৃতি স্মারক সম্মান ও প্রশংসাপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।শতাধিক কবির কবিতায় সমৃদ্ধ “সৈকত সুন্দরী দীঘা”(কবিতা সংকলন) ও “সাহিত্য দর্পণ”-আন্তর্জাতিক সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচিত করা হয়।এছাড়াও কবি নায়েব আলি গায়েনের একশত কবিতার বহ্নিশিখা কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচিত করা হয়।, অনুষ্ঠানে পৌরহিত্য করেন সংস্থার সভাপতি ভোলানাথ হালদার মহাশয়। সমগ্র অনুষ্ঠানটি সুনিপুণ ভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক ও বাচিক শিল্পী বিশ্বজিৎ বন্দোপাধ্যায়।অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় শতাধিক কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন।