কলকাতা 

সর্বসম্মতিতে পুনরায় সিপিআইএমের রাজ্য সম্পাদক হলেন মুহাম্মদ সেলিম,বাদ পড়লেন সুশান্ত ঘোষ! কেন বাদ?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : প্রত্যাশা মতো সর্বসম্মতিতে পুনরায় সিপিআইএমের রাজ্য সম্পাদক হলেন মুহাম্মদ সেলিম। তবে এবার ৮০ জনের রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ।

কেন বাদ পশ্চিম মেদিনীপুরের এক সময়কার দোদন্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষ। জানা গেছে,কয়েক মাস আগে দলের কাছে এক জন মহিলা কিছু অভিযোগ করেছিলেন সুশান্তের বিরুদ্ধে। তখন সুশান্ত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক। অভিযোগ পাওয়ার পরেই সুশান্তকে ‘ছুটি’তে পাঠিয়ে দিয়েছিল সিপিএম। কিন্তু রাজ্য কমিটি থেকে তাঁকে সরানো হয়নি। রাজ্য সম্মেলন পর্যন্ত অপেক্ষা করেছিল আলিমুদ্দিন স্ট্রিট। এ বার রাজ্য সম্মেলন পর্বে তাঁকে সরিয়েই দিল দল। উল্লেখ্য, সুশান্তকে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটিতেও রাখা হয়নি।

Advertisement

অথচ, তিন বছর আগে এই সুশান্তই পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক হয়েছিলেন ভোটাভুটির পরে। জেলা সম্পাদক হওয়ার পর সে বারই প্রথম তাঁকে রাজ্য কমিটির সদস্য করা হয়। কিন্তু একটি মেয়াদের বেশি তিনি রাজ্য কমিটিতে থাকতে পারলেন না।২৭ বছর আগে কেশপুর লাইনের সময় সুশান্তের উত্থান হয়েছিল সিপিএমের রাজনীতিতে। তার আগে তিনি বিধায়ক থাকলেও রাজ্য জুড়ে তাঁর তেমন একটা পরিচিতি ছিল না। নব্বইয়ের দশকের শেষে তিনি বাম রাজনীতিতে পরিচিত হয়ে ওঠেন। তার পরবর্তীতে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন সুশান্ত।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ