জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগণা জেলার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে প্রভাত ফেরি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান মহা সমারোহে অনুষ্ঠিত হয়।

মাতৃভাষা বাংলাকে প্রাধান্য দিয়ে সারা দিন ধরে চলে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক-অভিভাবিকা, শুভানুধ্যায়ীগণদের নিয়ে ছড়া ও কবিতা পাঠ, আবৃত্তি,গল্প,গান, নৃত্য ও ছবি আঁকা ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে স্থানাধিকারীদের মধ্যে উল্লেখযোগ্য যথাক্রমে ছড়া ও কবিতায়-রামিসা তাসনিম, সুরাইয়া তাসনিম, সাদিয়া সুলতানা, ফারিয়া আফরিন, আফরিন নাহার খাতুন, জেসমিন পারভীন। গানে- সুয়াইবিয়া পারভীন মুসকান ফারিয়া। আবৃত্তিতে- হুরাইরা খানম, মুনমুন খাতুন, কাজী মিনহাজ, আরাফাত দপ্তরি, সাকিব আহমেদ, সাকিব ইসলাম। গল্পে- সুয়াইবিয়া পারভীন, সুরাইয়া তাসনিম, অঙ্কিতা কর্মকার। নৃত্যে-সোহানা পারভীন, নূরুল সাদিয়া ও আফরিনা।

Advertisement

শিক্ষিকাদের মধ্যে উল্লেখযোগ্য পারফরমেন্স করেন- মুনমুন খাতুন, মৌসুমি বিশ্বাস, নারগিস নাহার, সারজিনা খাতুন, জুহি পারভীন, রাখি ঘোষ,রেশমা পারভীন প্রমুখ। সাজসজ্জায় ছিলেন- শিক্ষক আল আমিন মন্ডল, আশরাফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন তাসমিরা খাতুন ও নারগিস সুলতানা।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা। অনুষ্ঠান সর্বাঙ্গীণ সুন্দর ও মনোগ্রাহী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান বি এম সি আই স্কুলের প্রধান উপদেষ্টা আই এ এস সেখ নুরুল হক, সভাপতি মুনিরা বেগম ও সম্পাদক সেখ আহাসান আলি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ