জেলা 

আল আমীন মিল্লী মিশনে কৃতি ছাত্র ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান 

শেয়ার করুন

আল-আমীন মিল্লী মিশন এক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষিণ চব্বিশ পরগনার হটুগঞ্জে অবস্থিত। উক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রাক্তন ৩ ছাত্র সম্প্রতি এমবিবিএস পড়ার গৌরবজ্জ্বল সুযোগ হাসিল করে । সেইসব কৃতিদের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রদের সংবর্ধিত করা হয় মিশনের পক্ষ থেকে। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে সাবেক আইএএস অফিসার তথা জিডি মনিটরিং কমিটির মেম্বার সৈয়দ নাসিরুদ্দীন সাহেব বলেন, বাংলার মুসলিমদের শিক্ষা প্রসারে শিল্পপতি ও চিন্তাবিদ মোস্তাক হোসেনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মিশনারি আন্দোলনের নেতৃত্ব দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিভাদের বিকাশ লালনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলেছেন।

উক্ত সভায় শিক্ষাবিদ, সাবেক আইএএস অফিসার, এসডিও , আইনজীবী, ওলামা, সমাজসেবী,ছাত্র শিক্ষক সহ বিভিন্ন স্তরের গুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবাইকে শুভেচ্ছা ও অতিথিবৃন্দ কে সংবর্ধিতকরেন। মিশনের চেয়ারম্যান জনাব আব্দুল গাফফার ও সেক্রেটারি মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব।

Advertisement

বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জিডি মনিটরিং কমিটির সদস্য সাবেক আই এ এস অফিসার সৈয়দ নাসির উদ্দিন , সাবেক এস ডিও আব্দুল গনি,শিক্ষাবিদ অরূপ কুমার রায় , ডবলু বিসিএস অফিসার মো: শফিউল্লাহ গাজী, ইঞ্জিনিয়ার আবুল ফারাহ মহ:আব্দুল্লাহ্,

শিক্ষারত্ন নুরনবী জমাদার, শিক্ষাবিদ সাহাদত হোসেন, সমাজসেবী আব্দুল আলিম মোল্লা, সাংবাদিক আজিজুল হক প্রমুখ , প্রধান শিক্ষক আরাফাত আলি মিদ্যা, প্রধান শিক্ষক মোঃ খালিদ হোসেন, মো নাসিম , মোজাফফর হোসেন মোল্লা, মোঃ আতিয়ার রহমান গাজী , মোঃ ইমরান সিদ্দিকি প্রমুখ ।

উক্ত মিশনের চেয়ারম্যানের আব্দুল গাফফার জানান, মিশন থেকে পাস করে যাওয়া কৃতি ছাত্ররা ডাক্তার ইঞ্জিনিয়ারিং এ নিজেদের কৃতিত্বের সাক্ষ্য দিয়েছে। কৃতি ছাত্ররা দেশ-বিদেশে বিভিন্ন কর্মে প্রতিনিধিত্ব করছেন।

উক্ত মিশনের সেক্রেটারি আব্দুল ওহাব জানান, মিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে অধ্যাপক মনিরুজ্জামান রহ: ও মাওলানা রইস উদ্দিন আহমদ রহ: দুই গুণী মানুষের অবদান অনস্বীকার্য


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ