জেলা 

ভাষা শহীদের বাবলা গ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্বপাকিস্তানের অন্যতম ভাষা শহীদ আবুল বরকতের জন্মভিটা মুর্শিদাবাদের সালার থানার বাবলা গ্রামে শ্রদ্ধার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল।কয়েক হাজার ভাষা প্রেমিকের উপস্থিতিতে কবি সাহিত্যিকদের বিরাট আলোচনা সভা অনুষ্ঠিত হলো এদিনের অনুষ্ঠানে। মুর্শিদাবাদের রাহিলা সংস্কৃতি সংঘের সহযোগিতায় সালার ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান সুমনের সহযোগিতা অনুষ্ঠানটিকে সার্থক সুন্দর করে সফল করে তোলা হয়। এদিন ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে বক্তব্য বলেন , রঙধনু পত্রিকার সম্পিদক জয়নুল আবেদীন, অধ্যাপক স্বরূপ মালাকার,কবি অরূপ চন্দ্র,কবি রঘুনাথ চট্টোপাধ্যায়, প্রাবন্ধিক ভগবাহাদুর সিং, কথাসাহিত্যিক কৌশিক বড়াল ও বরুণ ব্যানার্জি। এদিন বক্তারা মাতৃভাষার প্রতি ভালোবাসার যেমন আহ্বান তেমনি ভাষাভিত্তিক সম্প্রীতি গড়ার আহ্বান জানান। ভাষা আন্দোলন হল একটা সাম্রাজ্যবাদ ও মৌলবাদের বিরুদ্ধে একটা শক্তিশালী আন্দোলন । এদিন বাবলা গ্রামে

এগারো জন কবি সাহিত্যিক সাংবাদিককে সংবর্ধনা সহ
স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়।এছাড়া একুশ জন সমাজ সেবীকে স্বচ্ছ ও স্বততার প্রতীক সেবা সম্মান প্রদান করা হয়েছে।উপস্থিত ছিলেন বি ডি ও, ব্লকের সকল প্রধান ও কর্মাধ্যক্ষ গণএবং বিশিষ্ট সুধী ব্যক্তিত্ব বৃন্দ। এদিন অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন কবি ও গীতিকার আব্দুর রফিক খান। এলাকায় ব্যাপক লোক সমাগম ঘটে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ