সুন্দরবনে প্রকাশ পেল নব তালীম !
বিশেষ প্রতিনিধি : মাহে রমজান আগত। রমযান উপলক্ষে জাহান জুড়ে সেজে উঠছে মসজিদ, ঈদগা, খানকাহ ও ইবাদাত খানা। রমযানের মাহাত্ম্য বাংলাভাষী মানুষদেরকে জানানোর লক্ষ্যে ইসলামী গবেষণা পরিষদ পরিচালিত নব তা’লীম পত্রিকার রমযান সংখ্যা প্রকাশ হয় রবিবার । গুজরাট ও সারা বাংলার প্রখ্যাত আলেম ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাসন্তী থানার চুনাখালীতে আনুষ্ঠানিক প্রকাশ হয়।
উপস্থিত ছিলেন পরিষদের প্রধান নিদর্শক শাইখুল হাদীস আব্দুল হামীদ কাসেমী, মুফতি লিয়াকত আলী, সভাপতি মুফতী যোবায়ের কাসেমী, সহ সভাপতি মাওলানা ইলিয়াস মাজাহেরি, সম্পাদক আজিজুল হক, শিক্ষারত্ন নুরনবী জমাদার, শিক্ষারত্ন মোফাক্কর হোসেন মল্লিক,সাহিত্যিক সেখ ইনসুর আলী, মুফতি আতাউল্লাহ কাসেমী, শিক্ষাবিদ আনোয়ার হুসাইন কাসেমী, শিক্ষক ও সাংবাদিক সেখ ইবাদুল ইসলাম, অধ্যাপক জাহান আলি পুরকাইত, মুফতি হাসানুজ্জামান, মুফতি জাকারিয়া, মাওলানা আব্দুল জাব্বার কাসেমী,আব্দুল আলিম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন ।