প্রকাশিত হলো শব্দের ঝংকার সাহিত্য পত্রিকা
নিজস্ব সংবাদদাতা : প্রকাশিত হোলো শব্দের ঝংকার সাহিত্য পত্রিকা। এক বর্ণাঢ্য সাহিত্যানুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হল ১৪ ফেব্রুয়ারি, কৃষ্ণপদ মেমোরিয়াল হল এ। প্রকাশ করেন বিশিষ্ট কথাসাহিত্যিক অমর মিত্র।
শব্দের ঝংকার পত্রিকা নিরবিচ্ছিন্ন সাড়ে চার দশক ধরে প্রকাশিত হচ্ছে, এটা অবশ্যই উল্লেখ করার মতো বিষয় বলে মন্তব্য করেন সাহিত্যিক অমর মিত্র।
সরকারি বা বেসরকারি কোনও বিজ্ঞাপন ছাড়াও শব্দের ঝংকার প্রকাশিত হয়ে চলেছে। গতকাল ছিল ৪৬ বছর দ্বিতীয় সংখ্যা প্রকাশের দিন।
সঙ্গীতে সবার নজর কাড়ে ময়ূরাক্ষী পাড়ুই। স্বরচিত কবিতাপাঠে অংশগ্রহণ করেন অনেকেই। এদের মধ্যে কবি লোপামুদ্রা কুন্ডু গালিব ইসলাম হাসিনা আঞ্জুম মোনালিসা সরদার আলিম চামেলি দাস প্রমুখ আরও অনেকেই। প্রয়াতঃ তারাপদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত ও প্রয়াতঃ প্রতিষ্ঠাতা সম্পাদক সুনীল মুখোপাধ্যায়ের পত্রিকার সার্বিক প্রকাশনা ও সম্পাদনার দায়ভার কাঁধে তুলে নিয়েছেন স্বপন পাল ও নুরুল ইসলাম খান।
প্রকাশিত হচ্ছে বছরে চারটি সংখ্যা, ত্রৈমাসিক।