ভালো রোজগারের আশায় কোটি টাকা ব্যয় করে আমেরিকায় গিয়েছিল দুই ভাই ১০ দিনের মধ্যেই স্বপ্নভঙ্গ!
বাংলার জনরব ডেস্ক: আমেরিকায় গিয়ে ভালো আয় করবো এই আশায় মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিল দুই ভাই । কিন্তু মাত্র ১০ দিনেই ভেঙে চুরমার গেল সেই স্বপ্ন। হাতে হাতকড়া পরে আমেরিকার সামরিক বিমানে চেপে শনিবার রাতে দেশে ফিরতে হল পাঞ্জাবের শিখ পরিবারের ২ সন্তানকে। তবে তাঁরা একা নন, একসঙ্গে সি-১৭ সামরিক বিমানে চেপে আমেরিকা থেকে দেশে ফিরেছেন আরও ১১৬ জন ‘অবৈধ’ ভারতীয় অভিবাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় এটা দ্বিতীয় দফা অবৈধ অভিবাসী বহিষ্কার।
শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ অমৃতসর বিমানবন্দরের মাটি ছোঁয় বিমানটি। নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতেই পৌঁছয় মার্কিন সামরিক বিমান। সেই সময় অমৃতসর বিমানবন্দরে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও হাজির ছিলেন। যদিও তাঁর অভিযোগ, অমৃতসর তথা পাঞ্জাবের মতো পবিত্র রাজ্যের পবিত্রতা নষ্ট করতে এই অভিবাসীদের বিমান ওই শহরে অবতরণ করাচ্ছে কেন্দ্রীয় সরকার। যদিও কেন্দ্রের দাবি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দাবি সম্পূর্ণ মিখ্যা। অমৃতসর বিমানবন্দরটি এদেশের মধ্যে আমেরিকার সবচেয়ে কাছাকাছি অবস্থিত। তাই এই বিমানবন্দরটিকেই বেছে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আমেরিকায় বসে মোদি-ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পর এটাই প্রথম অবৈধ অভিবাসী প্রত্যার্পণ। এই দফায় ৬৫ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটে, উত্তরপ্রদেশ-গোয়া-মহারাষ্ট্র ও রাজস্থানের ২ জন করে মোট ৮ জন এবং হিমাচল প্রদেশ ও কাশ্মীরের মোট ২ জন দেশে ফিরল।