জেলা 

বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী শেখ আব্দুল হাকিমের স্মরণ সভা

শেয়ার করুন

শেখ সিরাজ:- ৯ ফেব্রুয়ারি রবিবার হুগলীর বড়তাজ পুরের আঞ্জুমান ইশায়াতে ইসলামের প্রাঙ্গনে বিশিষ্ট শিক্ষাব্রতি , সাংবাদিক সাংগ্রমিক পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল হাকিমের স্মরণসভা অনুষ্ঠিত হলো I ১২ জানুয়ারি এই মহান ব্যক্তির জীবনাবসান হয় ।তাঁর তিন পুত্র, দুই কন্যা স্ত্রীকে রেখে পরলোক গমন করেন ।তার স্মরণ সভায় শত শত গুণমুগ্ধ ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএমের চন্ডীতলা দু’নম্বর ব্লকের কৃষক সমিতির সদস্য রজতাভ রায় , বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক মহম্মদ মাহফুজ ,সাংবাদিক ও কবি শেখ সিরাজ ,বড়তাজপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বাইরি, চন্ডীতলা তিন নম্বর এরিয়া কমিটির সম্পাদক অপূর্ব পাল শিক্ষক শেখ রিঙ্কু, শিক্ষক কাঞ্চন পান ,সাংবাদিক শেখ আজিজ আহমেদ, আলিপুর সতীশ চন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ আসিফ আলী সহ আরও অনেকে I

সকলেই তাঁর জীবনের বিভিন্ন ক্রিয়া কান্ড নিয়ে প্রানবন্ত বক্তব্য রাখেন I প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বাইরি মহম্মদ মাহফুজ, রজতাভ রায়, তাঁর সমাজ সেবার কথা বিশেষ ভাবে উল্লেখ করেন । শেখ আসিফ আলি , অমর রায়, কাঞ্চন পান, প্রমুখরা তাঁর ছাত্র দরদী মনের উদারতা ও শিক্ষক সুলভ মহানুভবতার কথা বারবার তুলে ধরেন I তাঁর জেষ্ঠ্য পুত্র শেখ রিঙ্কু ও জেষ্ঠ্য কন্যা সাহানা খাতুন তাঁর পিতার স্মৃতিচারনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন | অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন শিক্ষক অমর রায় I এই স্মরণ সভা কে ঘিরে এলাকার মানুষের চোখে মুখে শোকের ছায়া নেমে আসে ।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ