জেলা 

ক্যানিংয়ের পারভীন সুলতানা আইটিআইতে দেশের প্রথম! সংবর্ধনা দিলেন রাজ্য সরকার 

শেয়ার করুন

হাসিবুর রহমান : প্রতিটি শিশুর মধ্যেই মেধা আছে কিন্তু সেই মেধা ফুটে উঠতে খুবই কম দেখা যায়। আর্থিক অনটনের কাছে হার মানেনি পারভীনের মেধা। দিনমজুরের ঘরে জন্মেও গোটা দেশকে তাক লাগিয়েছে

গৃহশিক্ষক ছাড়াই সর্বভারতীয় স্তরে ‘মেকানিক ডিজেল ট্রেড’ পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে ৫৯৯ পেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছে পারভীন। আর তাতেই খুশির হাওয়া গোটা বাংলায়। এদিন কলকাতার মদিনাতুল হুজ্জাজে পারভীনকে প্রশংসাপত্র ও আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে সংবর্ধিত করেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ডঃ পি. বি সেলিম (IAS), পশ্চিমবঙ্গ হজ্ব কমিটির চেয়ারম্যান তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ম্যানেজিং ডিরেক্টর শাকিল আহমেদ (IAS), জেনারেল ম্যানেজার তানিয়া পারভীন (WBCS Exe.) প্রমুখ। ভবিষ্যতে পারভীনের লক্ষ্যে পৌঁছাতে পাশে থাকবে রাজ্য সরকার। ভবিষ্যতে যেকোনো রকমের সহায়তা প্রদান করতে আশ্বাস দেন ডঃ পি. বি. সেলিম সাহেব।

Advertisement

পারভীনের বাবা তাজিউর রহমান সর্দার ক্যানিংয়ের তালদি মাছের আড়তে দিনমজুরের কাজ করে থাকেন। মা‌ রিজিয়া বিবি গৃহবধু । পারভীন ছোট থেকেই পড়াশোনায় বেশ ভালো। তবে পড়াশোনার প্রতি তার কঠোর পরিশ্রম‌ই তাকে সফলতার উচ্চতর ধাপে নিয়ে যেতে সক্ষম হয়েছে। পড়াশোনার ক্ষেত্রে কলেজের শিক্ষকদের সাহায্য ও অনলাইন এই দুটোই ছিল পারভীনের সফলতার অন্যতম মাধ্যম। ট্যাংরাখালি ‘গভঃ‌ আইটিআই ক্যানিং -১’থেকে ‘মেকানিক ডিজেল’ নিয়ে পড়াশোনা তাঁর। পারভীন আগামীদিনে WBCS অফিসার হতে চায়। এলাকাবাসী তাকে নিয়ে গর্বিত। রাজ্য ও দেশের কাছে মেয়ের সুনাম যেন আনন্দে বুক ভরে উঠেছে পারভীনের বাবা মায়ের।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ