আন্তর্জাতিক কলকাতা বই মেলায় প্রকাশিত হল প্রাবন্ধিক ও লেখক এস এম শামসুদ্দিন এর উপন্যাস *আলিমার খুলা তালাক* এ ইসলামে নারী পুরুষের সমতা বিধানের দিকে আলোকপাত করা হয়েছে
ইসমাত মাহমুদা : মুসলমান সমাজে তালাক একটা বাস্তবিক সমস্যা । বৈবাহিক জীবনে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটা সুন্দর পরিবার গড়ে ওটার দিকনির্দেশনা দিয়েছে ইসলাম।এবং নারী ও পুরুষের মর্যাদা ও অধিকার দিয়েছে ইসলাম।কিন্তু জন্মগত সূত্রে মুসলমান হওয়াই বৈবাহিক জীবন সম্পর্কে উদাসীন ,অজ্ঞতাr ফলে নেমে আসে অশান্তি। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অধিকার হয়ে ওঠে গৌণ।পুরুষের পৌরুষ বজায় রাখতে স্ত্রীর মর্যাদা ও অধিকার লুন্ঠিত ও বঞ্চিত হয়।
কিন্তু ইসলাম সে কথা না বললেও জন্মসূত্রে মুসলমানরা তালাক শব্দের যথেচ্ছাচার চালিয়ে পারিবারিক জীবনকে কলুষিত করে । একটা গল্পের আকারে এই বাস্তবিক সমস্যার সমাধানের উপায় দেখিয়েছেন লেখক এস এম শামসুদ্দিন ।
আলিমার খুলা তালাক উপন্যাসের
লেখক এস এম শামসুদ্দীন।
আলিমার খুলা তালাক মূলত গ্রামের দরিদ্র পরিবারের এক পিতৃহীন কন্যা ।লেখাপড়ায় যথেষ্ট আগ্রহী ও মেধাবী হলেও আর্থিক দৈন্যতার কারণে মাঝপথেই পড়া ছেড়ে বিবাহ হয় এক মদ্যপ বাউন্ডুলে স্বভাবের ছেলের সঙ্গে।কিন্তু সে আলিমাকে দিনরাত জরির কাজ ও বাড়ির কাজ করায়। তাঁর অধিকার মর্যাদা ও দেয় না বরং সামান্য ভুল ভ্রান্তি হলেই রীতিমত তাঁর উপর অত্যাচার করে ।আলিমা মাসের পর মাস স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে ওঠে ।
সে উপায় খোঁজে মুক্তির ।কোন এক মাওলানার যুক্তিতে সে কোনও প্রকারে বের হয়ে আসে নিজ বাড়িতে ,গ্রামের মাওলানার কাছে জেনে সে স্বামীকে ডাকযোগে খুলা তালাক দিয়ে চিঠি পাঠায়।
স্বামী এক রাজনৈতিক নেতার কাছের লোক ।নেতার সাহায্যে সে আলিমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে আসে।গ্রামের পঞ্চায়েত সদস্যের সাহায্যে চায়।কয়েকহাজার টাকা গ্রামের মেম্বারকে ঘুষ দিয়ে মস্তান বাহিনী নিয়ে হাজির হয় আলিমার বাড়ি কিন্তু আলিমা রুখে দাঁড়ায় ।
দৃঢ় প্রতিবাদ করে। মাওলানার সাহায্যে গ্রামে বিশাল বিচার সভা বসে , উভয় পক্ষের মধ্যে নানান বাক বিতণ্ডার শেষে খুলা তালাক হয় বলে জানান মাওলানা সাহেব।
আলিমা আবার পড়াশুনা শুরু করে শেষে এম এ পাশ করে এবং ডাবলু বি সি এস পাশ করে জয়েন্ট বি ডি ও হয়।
একটা দরিদ্র পরিবারের মেয়ে এই খুলা তালাক নিয়ে যে সামাজিক অবজ্ঞা অসহায় পরিবারকে গ্রামে এক ঘরে করে নানান ভাবে বঞ্চিত করার মুসলমান সমাজের বাস্তব চিত্র এবং সঙ্গে সঙ্গে কুরআনে তালাক দেওয়ার নিয়ম কি, স্ত্রী ও স্বামীর অধিকার মর্যাদা সম্পর্কে তুলে আনা হয়েছে কুরআনের নির্দেশ।
সাম্প্রতিক সেনসাস অনুসারে কোন কোন ধর্মের মানুষের মধ্যে কত শতাংশ স্বামী বিচ্ছেদ ও স্বামী থাকতেও পৃথকভাবে জীবনযাপন করছে তাঁর তথ্য প্রমাণ ।এছাড়াও অন্য সম্প্রদায়ের মানুষ মুসলমানদের সম্পর্কে কি ধারণা করে সে সবই নানান সংলাপে উঠে এসেছে অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে ।গ্রামীণ চলতি ভাষায় একেবারে বাস্তব ছবি যেন চোখের সামনে ফুটে ওঠে ।
এস এম শামসুদ্দিন মূলত বিশিষ্ট প্রাবন্ধিক হিসেবে প্রতিষ্ঠিত ও পরিচিত ।এই সামাজিক জটিল সমস্যা নিয়ে আলকুরআন নির্দেশ কে অমান্য করে জন্মগত সূত্রে মুসলমানরা কিভাবে যে তালাকের অপব্যবহার করছে অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে বাস্তব সামাজিক চিত্র ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসে ।এটা তাঁর প্রথম উপন্যাস কিন্তু বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।মুসলমান সমাজের প্রত্যেকটা নর ও নারীর জানা ও বিবাহের আগে প্রত্যেকটা মুসলমান যুবক যুবতীদের পড়া একান্ত আবশ্যক।
*বইটির মূল্য ১৫০ টাকা.*
*প্রকাশক আবাবিল প্রকাশনী* ।
পাওয়া যাবে
নিউ লেখা প্রকাশনী ,কলেজ স্ট্রিট ।কলকাতা ছাড়াও মালদহ ও মুর্শিদাবাদে।অনলাইনে Amazon এ পাওয়া যাবে ।