আমেরিকায় বসবাসরত অবৈধ ভারতীয় অভিবাসীরা কোন কোন রাজ্যের মানুষ কতজন মহিলা শিশু এবং নাবালককে ফেরত পাঠালো মার্কিন যুক্তরাষ্ট্র?
বাংলার জনরব ডেস্ক : প্রথমে ২০৫ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে বলা হলেও শেষ পর্যন্ত বুধবার পাঞ্জাবের অমৃতসরে মার্কিন সেনার যে বিমানটি অবতরণ করেছে তা থেকে ১০৪ জন ভারতীয় সন্ধান পাওয়া গেছে। অর্থাৎ ১০৪ জন ভারতীয় কে ফেরত পাঠিয়েছে আমেরিকা এরা সকলেই অবৈধভাবে আমেরিকায় ছিলেন। এই তালিকায় রয়েছে ২৫ জন মহিলা ১২ জন নাবালক এবং চার বছরের শিশু।তাঁরা কেউ পঞ্জাবের বাসিন্দা, কেউ গুজরাতের, কেউ আবার মহারাষ্ট্রের। পঞ্জাব প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এই অবৈধবাসীদের অধিকাংশই হয় বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন, অথবা ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও সেখানে থেকে গিয়েছিলেন।
পরিসংখ্যান বলছে, বুধবার যাঁরা আমেরিকা থেকে ভারতে ফিরলেন, তাঁদের মধ্যে ৪৮ জনের বয়স ২৫ বছরের কম। ৩০ জন পঞ্জাবের বাসিন্দা। গুজরাত এবং হরিয়ানার ৩০ জন করে রয়েছেন। এ ছাড়া, মহারাষ্ট্রের তিন জন, উত্তরপ্রদেশ এবং চণ্ডীগড়ের দু’জন করে বাসিন্দা আমেরিকা থেকে ফিরেছেন। বুধবার দুপুরে মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমান তাঁদের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল।
আমেরিকার ওই বিমানে ভারতীয় অবৈধবাসীরা ছাড়াও ছিলেন ১১ জন বিমানকর্মী। এ ছাড়া, গোটা প্রক্রিয়া পর্যালোচনার দায়িত্বে বিমানে ছিলেন ৪৫ জন আমেরিকান আধিকারিক।
অবৈধবাসীদের গ্রহণ করা হবে বলে জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত মাসে এ বিষয়ে মার্কিন বিদেশসচিবের সঙ্গে কথা বলেছেন। তবে অবৈধবাসী বলে যাঁদের চিহ্নিত করা হচ্ছে, তাঁদের উপযুক্ত নথি দেখতে চেয়েছে নয়াদিল্লি। তাঁদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই ভারতে তাঁদের গ্রহণ করা হবে।
দ্বিতীয় বার হোয়াইট হাউসে ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় কঠোর অভিবাসন নীতি প্রয়োগ করেছেন। বিভিন্ন দেশ থেকে আমেরিকায় যাওয়া অবৈধবাসীদের চিহ্নিত করে তিনি তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন।