জেলা 

প্রয়াতঃ শিশুসাহিত্যিক অমরেন্দ্র চট্টোপাধ্যায়

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা :চলে গেলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক কবি অমরেন্দ্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ২০ জানুয়ারি সকালে কবির সোনারপুরের নিজস্ব বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সাহিত্য জগতে নেমে আসে গভীর শোকের ছায়া।তিনি বেশকিছু বছর বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

Advertisement

প্রথম জীবনে অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা লেখার মধ্য দিয়ে সাহিত্য জগতে প্রবেশ।

পরে শিশুসাহিত্যে জনপ্রিয়তা অর্জন করেন। সর্বস্তরের মানুষের সঙ্গে প্রাণখোলা সম্পর্ক ছিল অন্যতম বৈশিষ্ট্য ছিল তাঁর।

তরুণ কবিদের সংগে ছিল তাঁর অসামান্য সখ্যতা। শুকতারা আলোরফুলকি সহ বিভিন্ন পত্রিকায় তিনি নিয়মিত লিখেছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ