প্রেসিডেন্সি জেলের ভেতরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় অসুস্থ হয়ে এসএসকেএম-এ ভর্তি পার্থ চট্টোপাধ্যায়
বিশেষ প্রতিনিধি : প্রেসিডেন্সি জেলের ভেতরে অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শ্বাসকষ্ট জনিত সমস্যায় তিনি ভুগছেন।এই প্রথম নয়, এর আগেও প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ। তাঁকে এসএসকেএমে ভর্তিও করানো হয়েছে কিছু সময়ের জন্য।
জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সোমবার হঠাৎই জেলের মধ্যে অসুস্থবোধ করেন তিনি। জেলের চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করেন। সিদ্ধান্ত নেন এসএসকেএমে পাঠানোর। তার পরই প্রেসিডেন্সি থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই শারীরিক পরীক্ষা করানো হবে। তাঁর ‘রুটিন চেকআপ’ও করা হয় প্রতি মাসে। জেল সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগেই ‘প্যানিক অ্যাটাক’ হয়েছিল পার্থের। জেলের মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিষয়টি তৎক্ষণাৎ এসএসকেএমে জানানো হয়।
প্রায় আড়াই বছর আগে, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। দিনভর জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সে সময়ও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা গিয়েছিল। ইডির জিজ্ঞাসাবাদের মধ্যেই পার্থের বাড়িতে এসএসকেএমের চিকিৎসকদের যেতে দেখা গিয়েছিল। এর পর গ্রেফতারির পর পার্থকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে আদালতের নির্দেশে ভুবনেশ্বর এমসে নিয়ে যাওয়া হয়েছিল পার্থকে।