ছাত্রীদের বানানো পিঠে-পুলি দিয়ে বেস উৎসব ২০২৫
১৯ জানুয়ারি, রোববার : বেস আন-নূর মডেল স্কুলের গার্লস ক্যাম্পাস হরিপুরে সাড়ম্বরে উদযাপিত হল বেস শীত উৎসব-২০২৫। এই উৎসবের মূল আকর্ষণ ছিল হৃতপ্রায় গ্রামীণ পিঠের আয়োজন। যেমন, পাকোয়ান, পাটিসাপটা, ছিটাপিঠা, গুড়গুড়িয়া, কানমুচড়ি, চিতুইপিঠা এইসব। আয়োজন করেছিল বেস-এর মেয়েরাই। বিক্রির জন্য নির্মিত হয়েছিল ছোট ছোট স্টল। স্টলগুলোর নামকরণও বেশ মজাদার। যেমন, হইচই, আড্ডা, নরমগরম, খাইখাই, চেটেপুটে। মিশন সম্পাদক খাদেমুল ইসলাম মনে করেন, এর কারণ মূলত ছারীদের ব্যবসায়ী মনস্ক করে তোলা।
পরিণত বয়সে সবাই যে চাকরিজীবী হবে এমন তো নয়, চাকরি ছাড়াও যে মানুষ সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে পারে, এ অনুষ্ঠান তারই প্রামাণ্য দৃষ্টান্তমাত্র। শুধু তাই নয়, শীত উৎসবের পাশাপাশি দুস্থ ও বৃদ্ধদের কম্বল ও লাঠিপ্রদান অনুষ্ঠানটিও ছিল একটি ব্যতিক্রমী সংযোজন। নবীনবরণ, আবৃত্তি, গান, নৃত্য, খেলা, ‘যেমন খুশি সাজো’ ইত্যাদিতে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানটি অন্যমাত্রা পেয়েছিল। মিশনের মেয়েরা একই মঞ্চে একটি নাতিদীর্ঘ মানবিক নাটকও পরিবেশন করে।
নাটকটি রচনা করেন মিশন-শিক্ষক সামসুল হুদা আনার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা সভাধিপতি চিন্তামণি বিহা, মুরলীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, সাংবাদিক মিলন দত্ত, ‘ড্রিমডেস্কে’র ডিরেক্টর শুভব্রত ভট্টাচার্য, শিক্ষাব্রতী কাজি হাবিব এবং ‘সোনালি সকাল’ পত্রিকার সম্পাদক আসাদুল ইসলাম প্রমুখ।