জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ বার্ষিক অনুষ্ঠান

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪পরগণার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এ সম্প্রতি অতি সমারোহে অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। গুণীজন সংবর্ধনা ও কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান ছিল অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত আই এ এস সেখ নূরুল হক। ছিলেন বিশিষ্ট গুণীজন প্রাক্তন ডব্লিউ বি সি এস অফিসার সৈয়দ নাসিরুদ্দিন, সমাজসেবী মুনিরা বেগম, প্রাবন্ধিক সোনা বন্দোপাধ্যায়, শিক্ষাবিদ শোকর আলি, আনারুল ইসলাম, শ্যামচাঁদ গিরি প্রমুখ।

Advertisement

পঞ্চম শ্রেণির ছাত্রী মুসকান সুলতানার পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের

শুভ সূচনা হয় ।

স্বাগত ভাষনে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট(বি এম সি আই)-এর সম্পাদক সেখ আহাসান আলি বলেন আমাদের মূল লক্ষ্য পড়ালেখার মাধ্যমে জ্ঞানার্জনের মধ্য দিয়ে বাবা-মায়ের মূল্যবান সম্পদ সন্তানকে সফল হিসাবে গড়ে তোলা। এ বছর বি এম সি আই স্কুলের স্লোগান-“কঠোর মায়ের সফল সন্তান”। যে মা- বাবা সন্তানের প্রতি ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, ও চাওয়া-পাওয়া,, নিয়ম-শৃঙ্খলায় কঠোর, সেই মা-বাবার সন্তান সফল। সে জন্য বাস্তবমুখী আদর্শ অভিভাবক হওয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।

প্রধান অতিথি জনাব নূরুল হক বলেন, আমাদের সকলের সৃষ্টিকর্তা মা জাতীকে দিয়েছেন অপার ধৈর্য্য, যা শিশুর শিক্ষাদানে খুবই অপরিহার্য। এর সঙ্গে প্রয়োজন পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকাদের নিজের জীবনশৈলীতে সারল্য, সততা, নিয়মানুবর্তিতার মৌলিক গুণ অনুসরণ করা। তবেই সন্তান সঠিকভাবে গড়ে উঠতে পারবে।

এদিন আরো যাঁরা বক্তব্য রাখেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল, অবসরপ্রাপ্ত অফিসার সৈয়দ নাসিরুদ্দিন, শোকর আলি, সোনা বন্দোপাধ্যায়, আনারুল ইসলাম, প্রমুখ। শিশুদের মজার পড়াশোনা নিয়ে কর্মশালা উপলক্ষে কলকাতা অনুসন্ধান সোসাইটির সহযোগিতায় এবং বেঙ্গল মডেল এডুকেশনাল অ্যান্ড ওয়েল ফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে নাম করা গবেষকদের নিয়ে “শিশু শেখা শিখি” নামে একটি পত্রিকা সেখ নূরুল হক প্রকাশ করেন।

গুনিজন সমাজসেবিকা মুনিরা বেগম ও অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামচাঁদ গিরি এই দুই জন কে কোরান শরীফের বাংলা তরজমা,মানপত্র, শাল, ফল,মিষ্টি ও পুস্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হয়। শিশু ছাত্র-ছাত্রীদের মধ্যে মুসলমান সুলতানা, সেখ মেহেরাব হোসেন, আরাফাত দপ্তরি, হুমাইরা খানম , সেখ সিজান,কেরাত, গজল, কবিতা, ছড়া, গল্প ও কৌতুক পরিবেশন করে।

নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম,দ্বিতীয়,ও তৃতীয় স্থানাধিকারী এবং কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে ট্রফি, মেডেল ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাস্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সমাজ কর্মী নাসির হোসেন,উদ্ভাবন সংস্থার কর্ণধার কামাল হোসেন,নওজান নার্সিং কলেজের সম্পাদক আলহাজ্ব নৌসাদ আলি, অগ্নিবিনা সংস্থার নাসির হোসেন, নিউ হরাইজন মিশনের সম্পাদক শিক্ষক নিজামুদ্দিন সিদ্দিকী, রাকিবুল ইসলাম, সাহাদাতিয়া মিশনের সহ সম্পাদক ওমর ফারুক, আজিজুর রহমান, বঙ্গভূমি মিশনের সভাপতি হাজী সামসুল হক, হাজী নাসির উদ্দিন, আজাদ এডুকেশনাল ট্রাস্ট এর সম্পাদক আবুল কালাম আজাদ,বেঙ্গল সায়েন্স ট্রাস্টের সম্পাদক আবুল কালাম, মাওলানা আবুল কালাম আজাদ ট্রাস্টের সম্পাদক ফারুক আহমেদ, ইকতাদুল ইসলাম, সেবাশ্রয় এর কর্ণধার আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষানুরাগী, শুভানুধ্যায়ীগণ সহ সকল কে নূরুল হক সাহেব শুভেচ্ছা জানিয়ে

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এর উত্তরউত্তোর শ্রীবৃদ্ধি কামনা করেন। পরিশেষে আলহাজ্ব মাওলানা মোঃ মতিয়ার রহমান দোয়ার মাধ্যমে অনুষ্ঠানে সম্পাপ্তি করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ