কলকাতা 

সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল ডি এ মামলার শুনানি!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি। আগামী মার্চ মাসে শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

এত দিন ডিএ মামলা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে। ৩১ জানুয়ারি বিচারপতি রায় অবসর নেবেন। মামলার পরবর্তী শুনানি তার পরে। সে কারণে বেঞ্চবদল অবশ্যম্ভাবী। নতুন বেঞ্চে যাবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। মঙ্গলবার দুপুর ২টোর পরে মামলাটি শুনানির জন্য ওঠার কথা ছিল বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাটির ডিভিশন বেঞ্চে। প্রায় ছ’মাস পরে সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল সেটি। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, শীর্ষ আদালত জানিয়েছে, মার্চ মাসে হবে পরের শুনানি।

Advertisement

২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথম বার সুপ্রিম কোর্টে উঠেছিল। গত বছর ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়েছিল। ২০২৪ সালের ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। তার পরে সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি। এর আগে বিচারপতি মাহেশ্বরীর বেঞ্চে মামলাটি ছিল। তিনি অবসর নিয়েছেন। তার পরে মামলা গিয়েছিল বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে। এ বার তিনিও অবসর নিতে চলেছেন। তাই মার্চে নতুন বেঞ্চে উঠবে মামলা। কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ২০২২ সালের ২০ মে হাই কোর্ট রাজ্যকে কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাই কোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। কিন্তু হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ