কলকাতা 

তৃণমূলের প্রাক্তন বিধায়ক অধ্যাপক জীবন মুখোপাধ্যায় প্রয়াত

শেয়ার করুন

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা :প্রয়াত তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও অধ্যাপক জীবন মুখোপাধ্যায়। মঙ্গলবার সকাল ৮টা ৫৭ মিনিট নাগাদ বাইপাসের ধারে বেসরকারি এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। সোনারপুর (দক্ষিণ) বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে দু’বার বিধায়ক হন জীবন মুখোপাধ্যায়। অধ্যাপনার পাশাপাশি একাধিক বই লিখেছেন তিনি। তাঁর লেখা পাঠ্যবই পড়ুয়াদের মধ্যে এখনও বেশ জনপ্রিয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, ‘সোনারপুরের প্রাক্তন বিধায়ক এবং আমার সহযোদ্ধা জীবন মুখোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। একজন স্বনামধন্য অধ্যাপক এবং পাঠ্য বইয়ের লেখক ছাড়াও তিনি জনপ্রিয় এবং সমাজকর্মী ছিলেন। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

Advertisement

সূত্রের খবর, বার্ধক্যজনিত কারণে ২০২১ সালে ভোটে দাঁড়াননি তিনি। রাজনীতি থেকেও দূরে সরে এসেছিলেন। অধ্যাপনার পাশাপাশি একাধিক বই লিখেছেন। মূলত ইতিহাস কেন্দ্রিক বই লিখতেন তিনি। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর হৃদযন্ত্রে সমস্যাও দেখা দিয়েছিল। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হন তিনি। বুধবার শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন বিধায়কের। জীবনবাবুর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে তাঁর অত্যন্ত সুসম্পর্ক ছিল। ২০১১ সালে সোনারপুর (দক্ষিন) বিধানসভা কেন্দ্র থেকে দল তাঁকে টিকিট দেয়। তিনি বিধায়ক নির্বাচিত হন। ২০১৬ সালেও তিনি ওই কেন্দ্র থেকে জেতেন। বার্ধক্য জনিত নানা সমস্যায় ভুগছিলেন। ২৮ ডিসেম্বর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন। তার পরেও পুরোপুরি সুস্থ হননি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ