জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হোলো তালপুকুর 

শেয়ার করুন

গালিব ইসলাম :ছোটদের জনপ্রিয় পত্রিকা তালপুকুর বিশেষ সংখ্যা প্রকাশিত ৫ জানুয়ারি, সোনারপুর বিদ্যাধরপুরে এক নিবিড় সাহিত্যানুষ্ঠানের মধ্য দিয়ে।

বর্ষীয়ান ছড়াকার সুখেন্দু মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন এসময়ের জনপ্রিয় ছড়াকার স্বপন রায়, বিশিষ্ট আবৃত্তি শিল্পী তন্দ্রা নস্কর, রবীন্দ্রসঙ্গীতে অলোক সাঁফুই, আবাদ পত্রিকার সম্পাদক অপরেশ মন্ডল, ছড়াকার শম্ভু মন্ডল ছাড়াও এক ঝাঁক ছোট ছোট স্কুল পড়ুয়াদের উপস্থিতি পত্রিকা প্রকাশের অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেয়।

Advertisement

তালপুকুর পত্রিকার সম্পাদক শম্ভুনাথ মন্ডল বলেন, শিশু কিশোরদের পত্রিকা তালপুকুর প্রকাশের অনুষ্ঠানে ছোট ছোট ছেলেমেয়েদের এই উপস্থিতি সত্যিই অনুপ্রাণিত করে।

পত্রিকাটি প্রকাশ করেন বুলা রায়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ