ইদানীং নাট্যগোষ্ঠীর সুবর্ণ জয়ন্তীর ৫ম অনুষ্ঠান
সংবাদদাতা, বাংলার জনরব: গত ২৩ ডিসেম্বর ২০২৪ শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো ইদানীং নাট্যগোষ্ঠীর সুবর্ণ জয়ন্তীর ৫ম অনুষ্ঠান। আলোচনা,গ্রন্থপ্রকাশ, কবিতা পাঠ এবং গুণীজন সংবর্ধনায় মুখর ছিল সমগ্র অনুষ্ঠান। ইদানীং নাট্যগোষ্ঠীর সংগীত শাখার শিল্পীদের পরিবেশিত উদ্বোধনী সংগীতের পর আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিদ বদরুদ্দোজা হারুন, বিশিষ্ট নাট্যপরিচালক অজন্তা ঘোষ, বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ রেজাউল করিম, সমাজ সেবক ব্রিজেশ সিং, কবি শান্তিদেব ভট্টাচার্য, দৈনিক সবার খবর পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য এবং ‘চোখ’ পত্রিকার সম্পাদক মানিক দে। অতিথিরা প্রত্যেকে নাটকের বিভিন্ন বিষয় নিয়ে মনোগ্রাহী আলোকপাত করেন।
এদিন ইদানীং এর তরফে মানপত্র ও স্মারক সহ গুণীজন সম্মাননায় যাঁদের সম্মানিত করা হয় তাঁরা হলেন চিত্রশিল্পী বিনয় ভড়, লেখক তপন বোস, শিক্ষাবিদ ড. মনোরমা পোল্ল্যে, অভিনেত্রী শর্মিষ্ঠা চ্যাটার্জী, কবি অমর কুমার দাস, সাহিত্যিক বদরুদ্দোজা হারুন, অভিনেতা সুরজিৎ সেন, আনন্দমোহন সরকার ও কবি সৈয়দ সোফিয়া নওয়াজ।
এদিন অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব সাহিত্যিক জয়ন্ত রসিকের তিন খানি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। ‘হজ্ব উমরাহ ও ভ্রমণ’, ‘অম্লমধুর চিত্রমালা’, ‘অভিনব প্রবন্ধ সংগ্রহ’ শীর্ষক গ্রন্থ তিনটির আবোরন উন্মোচন করেন মঞ্চাসীন অতিথরা।
অনুষ্ঠান একগুচ্ছ স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশনে অংশ নেন মঞ্জুলিকা মুন্সী, দেবারতি মিত্র, প্রশান্ত দাস, শ্যামাপদ সেন, আরতি দে, রামেশ্বর দত্ত, মোহাম্মদ আল্লারাখা, আশিষ গিরি, পার্থ ঘোষ, সহেলি সাহা, নন্দিতা চক্রবর্তী, আলমগীর রাহমান, জাহানারা রহমান, ডা. লহরি বড়াল চক্রবর্তী, ফারুক আহমেদ মোল্লা,অশোকানন্দ দে, প্রমুখ।
এদিনের সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন ইদানীং নাট্যগোষ্ঠীর সভাপতি সবিতা বেগম ও সহ সম্পাদক সেখ আব্দুল মান্নান।